কলকাতা: ২০১৩ সালে সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে গ্রেফতার হওয়ার পর থেকে আট বছর ধরে শ্রীঘরেই রয়েছে দেবযানী মুখোপাধ্যায়। অবশেষে সারদাকাণ্ডে সিবিআইয়ের দায়ের করা আরসি সিক্স মামলায় জামিন পেলেন দেবযানী মুখোপাধ্যায়। জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।এই মামলার সঙ্গে এ রাজ্যের সবকটি মামলাতেই জামিন পেলেন তিনি। 
বাংলায় চলা সবকটি মামলা থেকে অব্যাহতি পেলেও, আলিপুর মহিলা সংশোধনাগারে আপাতত থাকতে হবে সারদার এক সময়ের সেকেন্ড ইন কম্যান্ডকে। কারণ, সারদা আর্থিক কেলেঙ্কারি মামলায় ওড়িশা, ঝাড়খণ্ডে দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। বাড়ি ফিরতে হলে দেবযানীকে ওই সব মামলাতেও জামিন পেতে হবে। 
২০১৩ সালের ২৩ এপ্রিল কাশ্মীরের সোনমার্গ থেকে ধরা পড়েন সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়।সেই থেকে তাঁরা জেলে আছেন। সারদাকাণ্ডে সুদীপ্ত সেনের বিরুদ্ধে রাজ্যের বহু থানায় অভিযোগ হয়। বেশ কিছু মামলা থেকে সারদাকর্তা জামিন পেলেও, এখনও চলছে বেশ কিছু মামলা।
সারদা গ্রুপ অফ কোম্পানিজের উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন দেবযানী। তিনি বর্তমানে আলিপুর সংশোধনাগারে রয়েছেন তিনি। 
সারদা আর্থিক কেলেঙ্কারির জাল পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য়ে ছড়িয়েছিল। সিবিআই ২০১৩ থেকে এই মামলার তদন্ত করছে। এখনও পর্যন্ত ৬০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। লগ্নিতে বেশি অর্থ ফেরতের প্রলোভন দিয়ে হাজার হাজার মানুষকে প্রতারণার অভিযোগ রয়েছে সারদা কোম্পানির বিরুদ্ধে। 
সারদা মামলায় এ রাজ্যে দেবযানী মুখোপাধ্যায়ের  বিরুদ্ধে যে মামলা ছিল তার শুনানি শেষ বলে  গত বুধবার কলকাতা হাইকোর্টের বেঞ্চ জানিয়ে দিয়েছিল। তবে ওই দিন দেবযানীর জামিনের আবেদন নিয়ে নির্দেশ স্থগিত রাখা হয়েছিল। এদিন দেবযানী মুখোপাধ্যায়ের  জামিন মঞ্জুর করা হল।এর আগের দিন এই মামলার তদন্তকারী সংস্থা সিবিআই দেবযানী মুখোপাধ্যায়ের জামিন পিছিয়ে দেওয়ার আবেদন আদালতে জানিয়েছিল। কিন্তু সেই আবেদন নাকচ করে দিয়েছিল হাইকোর্ট।
এদিন কলকাতা হাইকোর্টে জামিন পেলেও অন্যান্য রাজ্যে বকেয়া মামলার জন্য আপাতত জেলেই থাকতে হবে দেবযানীকে।