সমীরণ পাল, বারাসত: বেছে বেছে নিজেদের লোককে ভ্যাকসিন দিচ্ছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের স্বজনপোষণের জেরে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। এই অভিযোগ করে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে বিক্ষোভ দেখাল বিজেপি। অভিযোগ অস্বীকার করে বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। তাদের দাবি, হেরে গিয়ে পায়ের তলায় মাটি হারিয়ে গোলমাল পাকাচ্ছে বিজেপি।  বিএমএইচও  দাবি করেছেন যে, স্বচ্ছভাবেই হচ্ছে টিকাকরণের কাজ। 


দ্বিতীয় ঢেউয়ের দাপট কমতে না কমতে দেখা দিয়েছে করোনার তৃতীয় তরঙ্গ আছড়ে পড়ার আশঙ্কা।  সেই আশঙ্কার মধ্যে উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে ভাইরাসের ডেল্টা প্লাস স্ট্রেন। ভাইরাসের হাত থেকে বাঁচতে ভ্যাকসিন পেতে মরিয়া সবাই। এরই মধ্যে এবার ভ্যাকসিন দেওয়ায় স্বজনপোষণের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে।


তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে শনিবার সকালে হাসপাতালে বিক্ষোভ দেখায় বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পছন্দের ব্যক্তিদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।


বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সদস্য তরুণকান্তি ঘোষ, তৃণমূলের অঞ্চল নেতৃত্বরা এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান রং দেখে ভ্যাকসিন দিচ্ছেন অর্থাৎ যারা বিজেপি করে, সিপিএম করে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। ফলে অনেকক্ষেত্রেই ১৮ বছরের যুবকরা ভ্যাকসিন পাচ্ছেন।কিন্তু ৫০ বছরের মানুষ ভ্যাকসিন পারছেন না।


যদিও বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।দেগঙ্গার তৃণমূল নেতা কুতুব উদ্দিন সরদার বলেছেন,বিজেপি চক্রান্ত করে তৃণমূল কংগ্রেস এবং বিশ্বনাথপুর হাসপাতালের বদনাম করতে চাইছে।  তাদের পায়ের নিচের মাটি সরে গেছে তাই ছোটখাট ব্যাপারকে কেন্দ্র করে গণ্ডগোল পাকায়।   পুলিশকে জানিয়েছি ,এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে।


বিক্ষোভের পর হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় দেগঙ্গা থানার পুলিশ।


বিএমএইচও সৃঞ্জয় চন্দ্র জানিয়েছেন,ব্লক ও পঞ্চায়েত থেকে যে তালিকা আসছে সেই অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হচ্ছে। স্বচ্ছভাবেই টিকাকরণ হচ্ছে।