নয়াদিল্লি: শপিং মল, মার্কেট খোলার পর এবার করোনা বিধিতে আরও কিছু ক্ষেত্রে ছাড় দিল দিল্লি সরকার। আগামীকাল থেকে রাজধানীতে খুলছে স্পোর্টস কমপ্লেক্স সহ স্টেডিয়াম। আজ, রবিবার রাজধানীর বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়েছে আনলকের অংশ হিসেবে আরও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
কোভিড বিধি মেনেই স্বাভাবিক অবস্থায় ফিরছে রাজধানী। যদিও এখনই খুলছে না স্পা, সিনেমা হল, থিয়েটার, মাল্টিপ্লেক্স। এখনও সুইমিং পুল খোলার ক্ষেত্রেও অনুমোদন দেওয়া হয়নি। বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, সিনেমা হল, থিয়েটার, মাল্টিপ্লেক্স খুলছে। বন্ধ থাকবে ব্যাঙ্কোয়েট হল, অডিটোরিয়ামে জমায়েত, সামাজিক বা রাজনৈতিক জমায়েত সহ সুইমিং পুল, স্কুল, কলেজ, বিনোদন পার্ক, স্পা বন্ধ থাকবে। বিধি মেনে খুলবে স্পোর্টস কমপ্লেক্স এবং স্টেডিয়াম।
দিল্লি সরকারের শনিবারের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৬ জন। একদিনে মৃত্যু হয়েছে ৫ জন। পজিটিভিটির রেট ০.১১ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১০৬ জন। সব মিলিয়ে রাজধানীতে করোনা মুক্ত হয়েছেন ১৪ লক্ষ ৮ হাজার ৪৫৬ জন। শনিবারের বুলেটিন অনুযায়ী, রাজধানীতে মৃতের ২৫ হাজার ছুঁতে চলল। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৪ হাজার ৯৮৯। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৭৬ হাজার ৬১৯ জনের। যার মধ্যে ৫৪ হাজার ১০৩ জনের আরটিপিসিআর পরীক্ষা হয়েছে। ২২ হাজার ৫১৬ জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে। গতকালের হিসেব অনুযায়ী, রাজধানীতে একদিনে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ হাজার ১৬।