কলকাতা: নোট বাতিলে নাকাল দেশবাসী। কেউ ভুল করতেই পারে। শুধরে নেওয়া দোষের নয়। ঘুরপথে প্রধানমন্ত্রীকে স্বাস্থ্য সাথী প্রকল্পের অনুষ্ঠানমঞ্চ থেকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
উল্লেখ্য, নোট বাতিল নিয়ে শুরু থেকেই আন্দোলনে নেমেছেন মমতা। রাজধানী দিল্লি ছাড়াও লখনউ, পটনাতেও সভা করেছেন। কয়েকদিন আগে কংগ্রেসের ডাকা বিরোধী দলগুলির বৈঠকে যোগ দিয়ে সাংবাদিক বৈঠকে মোদীকে তোপ দেগেছিলেন তিনি। বলেছিলেন, নোট বাতিলের জেরে সাধারণ মানুষ অনাহারে রয়েছেন। ১০৭ জন ইতিমধ্যেই মারা গিয়েছেন। অনেকেই উপোস করার জন্য তৈরি হচ্ছেন। কৃষক, শ্রমিক, দোকানদার, ব্যবসায়ী— সবাই ঘোর বিপদে পড়েছেন। অথচ কিছু বলা যাবে না। ওরা বলছেন, কিছু বললেই গব্বর চলে আসবে!
মমতা কটাক্ষ করে বলেন, গব্বরের ভয় দেখানোটা ওদের অভ্যাস হয়ে গিয়েছে। তাঁর তির্যক মন্তব্য, তোমরাই শুধু সাদা, আর বাকিরা কালো! জানি না কোন সাবান মেখে তোমরা রাতারাতি সাদা হয়ে গেলে!