নোট বাতিল ইস্যুতে মোদীকে তোপ, ব্যাঙ্কে রাখা টাকার সুরক্ষা নিয়েও প্রশ্ন মমতার
ABP Ananda, web desk | 19 Dec 2016 05:31 PM (IST)
বাঁকুড়া: নোট বাতিল ইস্যুতে ফের কেন্দ্রের মোদী সরকারের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এরফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সরকার সেই সমস্যার কথা বুঝছে না। এক জনসভায় মমতা বলেছেন, ভেনেজুয়েলাতেও নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু মানুষের অসুবিধার কথা ভেবে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। কিন্তু মোদী সরকার তো কারুর কথা কানে তুলতেই নারাজ। এটা বোবা-কালার সরকার। তৃণমূল নেত্রী বলেছেন, সাধারণ মানুষও সমস্যার কথা বুঝেছেন, অবুঝ শুধু প্রধানমন্ত্রী। তিনি কখন বুঝতে পারবেন, জানি না। যতদিন বুঝবেন ততদিনে দেশে দুর্ভিক্ষ লেগে যাবে, দেশটার সর্বনাশ হয়ে যাবে। মমতা বলেছেন, লোকজন তাঁদের টাকা তুলতে পারছেন না। সেই টাকা সুরক্ষিত রয়েছে কিনা, তাও জানা নেই। ডিজিটাল অর্থনীতির পক্ষে সওয়ালের জন্য কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা। তিনি বলেছেন, কেন্দ্র বলছে-এই অ্যাপ, এই মোবাইল কিনতে। সাধারণ মানুষকে ওসব কথায় কর্ণপাত না করার আর্জি জানিয়ে বলেছেন, এসব কথা শুনলে ফকির হয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সময়ে নিজেকে ‘ফকির’ বলে যে দাবি করেছেন, সেই দাবিকেও এদিন কটাক্ষ করেছেন মমতা। তিনি বলেছেন, ফকিরের মানে কী? লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নিজেকে ‘চাওয়ালা’ বলতেন। এখন তিনি কোটিপতি বলে দাবি করেছেন মমতা। মমতা বলেন, বলা হচ্ছে, ১০০ দিনের কাজের টাকা পেটিএম না করলে পাওয়া যাবে না। কিন্তু গরিব লোকের রক্ত চুষে সেই টাকায় কমিশন নেওয়া যাবে না। তিনি বলেন, এভাবে ডিজিটাল লেনদেনের নামে সরকারের কমিশন নেওয়া বন্ধ করা উচিত। মানুষ কোথায় টাকা রাখতে তা সরকার ঠিক করে দিতে পারে না বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।