হাওড়া: ফের রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু। এবার ঘটনাস্থল হাওড়ার শিবপুর।
১৫ তারিখ থেকে জ্বরে ভুগছিলেন শিবপুরের বাসিন্দা বছর চল্লিশের বীণা মাঝি। ১৮ তারিখ তাঁকে দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষার রিপোর্টে ধরা পড়ে ডেঙ্গি। এরপর মহিলার অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। কিন্তু, বেড না থাকার কারণ দেখিয়ে ডেঙ্গি আক্রান্তকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অ্যাম্বুল্যান্সে হাসপাতাল যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে লেখা রয়েছে ডেঙ্গি।
এই নিয়ে ডেঙ্গিতে হাওড়ায় ৩ জনের মৃত্যু হল। ডেঙ্গিতে একের পর এক মৃত্যুর ঘটনায় হাওড়ার পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকার বিভিন্ন জায়গায় জল জমে থাকলেও কোনও উদ্যোগ নিচ্ছে না পুরসভা। ইতিমধ্যেই ডেঙ্গি মোকাবিলায় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এলাকা পরিচ্ছন্ন রাখতে দিনে একাধিকবার সাফাই কাজ চালাতে হবে পুরসভাকে। তারপরও কেন এই অভিযোগ? উঠছে প্রশ্ন।
স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী, রাজ্যের এখনও পর্যন্ত ডেঙ্গিতে মৃতের সংখ্যা ১৭। আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা আরও বেশি।
ফের রাজ্যে ডেঙ্গির বলি ১, মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Aug 2016 02:49 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -