ডেঙ্গি থেকে শুরু করে দুর্গা পুজো কার্নিভাল, সূর্যকান্তের নিশানায় রাজ্য সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Oct 2017 09:09 AM (IST)
ফাইল চিত্র
বাঁকুড়া: ডেঙ্গি থেকে শুরু করে রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল, রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। পাশাপাশি সিপিএম নেতা মনোরঞ্জন পাত্রর গ্রেফতারি নিয়েও সরব হয়েছেন তিনি। তৃণমূলের পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকেও কটাক্ষ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক। সিপিএমের জাঠা পুরুলিয়া থেকে গতকাল বাঁকুড়ায় প্রবেশ করে। সেখানে একটি সভায় বক্তব্য রাখেন সূর্যকান্ত মিশ্র।