হাওড়া: একদিকে ঘন কুয়াশার দাপট। অন্যদিকে, অন্ডালে লাইনচ্যুত মালগাড়ি। রেলযাত্রায় জোড়া বিভ্রাট। দেরিতে চলছে হাওড়ামুখী একাধিক দূরপাল্লার ট্রেন। দুর্ভোগে যাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে,
৬ ঘণ্টা দেরিতে চলছে ডাউন মিথিলা এক্সপ্রেস। ডাউন সরাইঘাট এক্সপ্রেস ৬ ঘণ্টা দেরিতে চলছে। তিন ঘণ্টা দেরিতে চলছে ডাউন দানাপুর এক্সপ্রেস। ডাউন দিল্লি-হাওড়া দুরন্ত এক্সপ্রেস প্রায় ১০ ঘণ্টা দেরিতে চলছে। ডাউন কালকা মেল ৭ ঘণ্টা দেরিতে চলছে। সাড়ে ৩ ঘণ্টা দেরিতে চলছে ডাউন রাজধানী এক্সপ্রেস। ডাউন বিভূতি এক্সপ্রেসে ৯ ঘণ্টা বিলম্ব। সাড়ে ৩ ঘণ্টা দেরিতে চলছে ডাউন দুন এক্সপ্রেস।
অন্যদিকে, আজকের জন্য বাতিল আপ শান্তিনিকেতন এক্সপ্রেস। সকাল ৮টা ১৫-র পরিবর্তে আপ হাওড়া-দিল্লি পূর্বা এক্সপ্রেস দুপুর ১টা ২৫-এ ছাড়বে। আপ মিথিলা এক্সপ্রেস বিকেল পৌনে চারটে পরিবর্তে রাত সোয়া আটটায় ছাড়বে। আপ সরাইঘাট এক্সপ্রেস বিকেল ৩টে ৫০-এর পরিবর্তে রাত ৮টা আপ অমৃতসর এক্সপ্রেস দুপুর ১.৫০-এর পরিবর্তে বিকেল পৌনে চারটেয় ছাড়বে।
কুয়াশার দাপট, অন্ডালে লাইনচ্যুত মালগাড়ি, জোড়া বিভ্রাটে দেরিতে চলছে দূরপাল্লার ট্রেন, বাতিল শান্তিনিকেতন এক্সপ্রেস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Feb 2017 09:30 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -