ভুবনেশ্বর: এখনও জামিন পেলেন না রোজ ভ্যালি কাণ্ডে অভিযুক্ত, লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। ওড়িশার খুরদা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্টে তাঁর জামিনের আবেদন বিচারক খারিজ করে দেন। এবার হাইকোর্টে জামিনের আবেদন করবেন তিনি।

৩ জানুয়ারি কলকাতার সিবিআই হেডকোয়ার্টারে দীর্ঘ জেরার পর সুদীপকে গ্রেফতার করে সিবিআই। চিট ফান্ড রোজ ভ্যালির ফুলে ফেঁপে ওঠার পিছনে সুদীপের প্রভাব ছিল বলে অভিযোগ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। বদলে রোজ ভ্যালির থেকে নাকি নানারকম সুযোগসুবিধে পান তৃণমূল সাংসদ। এমনকী ওই চিট ফান্ডের টাকায় বিদেশ ট্যুরও করেন তিনি। গ্রেফতার করার পর তাঁকে ওড়িশার ভুবনেশ্বরে নিয়ে আসে তারা। এখানেই রয়েছেন রোজ ভ্যালি কাণ্ডে গ্রেফতার হওয়া আর এক তৃণমূল সাংসদ তাপস পালও।