কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট, তার জেরে ধীরে নামছে পারদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Dec 2017 08:56 AM (IST)
কলকাতা: ধীরে ধীরে নামেছ পারদ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে ঘন কুয়াশার দাপট। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্প থাকায় তৈরি হচ্ছে কুয়াশা। আর এই কুয়াশার জেরেই দ্রুত নামছে না তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। চলতি সপ্তাহের শেষে জলীয় বাষ্প কেটে গেলে এক ধাক্কায় পারদ বেশ কিছুটা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর ভারতের উপর থাকা পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার গতি প্রকৃতির উপর নির্ভর করবে এরাজ্যে শীতের ভাগ্য। পূর্বাভাস আবহবিদদের।