নিম্নচাপ দুর্বল হলেও, আজও কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Nov 2017 08:46 AM (IST)
কলকাতা: ক্রমশ দুর্বল হচ্ছে নিম্নচাপ। তবে আজও কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ। আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার আরও উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। একইসঙ্গে আগামী সপ্তাহ থেকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কমতে শুরু করবে বলেও পূর্বাভাস আবহওয়া দফতরের।