ক্যানিং বাজারে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ২০টি দোকান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Dec 2016 07:20 AM (IST)
ক্যানিং: ক্যানিং বাজারে বিধ্বংসী আগুন। ভস্মীভূত ২০টি দোকান। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাত আড়াইটে নাগাদ বাজারের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতেও। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের দু’টি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকে আগুন, প্রাথমিক অনুমান দমকলের। ব্যবসায়ীদের অভিযোগ, দমকল দেরিতে আসায় আগুন ভয়াবহ আকার নেয়। দমকলের তরফে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে।