দক্ষিণ ২৪ পরগনা: কথায় বলে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তাই গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে সাগরতীর জমজমাট। নানা বয়সের নানা মুখ, নানা অভিব্যক্তি৷
পূণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্তকূল, ধ্যানমগ্ন সন্ন্যাসী, দেশি-বিদেশি অতিথি। এই ভারতের মহামানবের সাগরতীরে সব মিলে মিশে একাকার।
মকর সংক্রান্তির পূণ্যলগ্ন৷ সেই উপলক্ষে রবিবার ভোর থেকে গঙ্গাসাগরে প্রদীপ ভাসানো। তারপর পুণ্যস্নান লক্ষ লক্ষ ভক্তের৷ সাগরে সকাল সকাল সাগরে স্নান সেরে কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার ভিড়। মন্দিরের সামনে লম্বা লাইন। দীর্ঘ প্রতীক্ষা।
সাগরমেলাজুড়ে এবারও ছিল কড়া নিরাপত্তা। আকাশপথে নজরদারি, জলপথে হোভারক্রাফট। সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, ড্রোন, মোতায়েন কয়েক হাজার পুলিশ।
স্নান আর পুজো শেষ করেই পুণ্যার্থীরা পা বাড়িয়েছেন বাড়ির পথে। আবার এক বছরের অপেক্ষা।
এদিকে, রাজ্যের লোকগীতিকে মকর সংক্রান্তি দিবসকে লোক সংস্কৃতি দিবস হিসেবে পালন করতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার। এদিন মকর সংক্রান্তির পূন্য তিথি উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, মকর সংক্রান্তি উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা। এখন থেকে এই দিনটিকে লোক সংস্কৃতি দিবস হিসেবে পালন করা হবে।
মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে মানুষের ঢল, ভোর থেকে পুণ্যস্নান, কপিল মুনির আশ্রমে পুজো
Web Desk, ABP Ananda
Updated at:
14 Jan 2018 07:47 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -