বীরভূম: আগামীকাল কৌশিকী অমাবস্যা। তারা মায়ের বিশেষ পূজার আয়োজন। সেই উপলক্ষ্যে আজ থেকেই তারাপীঠে ভিড় তন্ত্রসাধকদের। দূরদূরান্ত থেকে ভিড় জমিয়েছেন ভক্তরাও। তবে বন্যা বিপর্যস্ত উত্তরবঙ্গের জন্য ভিড় এবার কিছুটা কম।
কথিত আছে, ওই দিনই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। ভক্তকে দেখা দেন মা তারা। সেই থেকে তারা মায়ের আবির্ভাব দিবস হিসেবে পালিত হয় কৌশিকী অমাবস্যা।
কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে রবিবার থেকেই তারাপীঠ মহাশ্মশানে ভিড় করতে শুরু করেছেন তন্ত্রসাধকরা। ভিড় বাড়ছে ভক্তদেরও।
সোমবার তারা মায়ের বিশেষ পুজো। সেই পুজে দেখতে প্রতিবার রাজ্য ও রাজ্যের বাইরে থেকে আসেন প্রচুর মানুষ। এবার কিন্তু সেই সংখ্যাটা অপেক্ষাকৃত কম। কারণ, উত্তরবঙ্গের বন্যা, বিপর্যস্ত ট্রেন।
মন্দির চত্বরজুড়ে কড়া নিরাপত্তা। আকাশে চক্কর কাটছে ড্রোন ক্যামেরা। বসানো হয়েছে অসংখ্য সিসিটিভি ক্যামেরা। পুজো দেখতে ভক্তদের জন্য বসেছে অসংখ্য এলইডি স্ক্রিন।
এবার ভক্তদের ভিড় কিছুটা কম হলেও খালি নেই লজ বা হোটেলের কোনও ঘর। ফলে একদিন আগে এসেও ঘরের জন্য হন্যে হয়ে ঘুরতে হচ্ছে বহু মানুষকে।