কাঁথি: সাংসদ শিশির অধিকারীর ছবি ও ফোন নম্বর ব্যবহার করে ‘বাবাকে বলো’ শিরোনামে ফেসবুক পোস্ট। কাঁথি থানায় অভিযোগ দায়ের শিশির-পুত্র দিব্যেন্দু অধিকারীর। তমলুকের সাংসদের অভিযোগ, ওই পোস্টের জেরে প্রবীণ সাংসদকে ফোন করে বিরক্ত করা হচ্ছে। পাঁচ জনের নামে ওই পোস্ট সোশাল সাইটে শেয়ার করার অভিযোগও তুলেছেন তিনি।


উল্লেখ্য, ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কাঁথির অধিকারী পরিবারের মেজো ছেলে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন তিনি। এখন বিধানসভার বিরোধী দলনেতা তিনি। ভোটের পর বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন ঘটেছে মুকুল রায়ের। এবারের বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হিসেবে কৃষ্ণনগর উত্তর থেকে জয়ী হয়েছিলেন মুকুল। ভোটের পর তাঁর তৃণমূলে প্রত্যাবর্তনের কারণে মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা।
অন্যদিকে, বিধানসভা ভোটের আগে এগরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভায় গিয়েছিলেন শিশির অধিকারী। বিজেপির সভায় যাওয়ায় তাঁর সাংসদ পদ খারিজের দাবি জানিয়েছে তৃণমূল।


এই পরিস্থিতিতে শুভেন্দু যখন মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি জানাচ্ছেন, তখন তৃণমূল নেতারা তাঁর বাবা শিশির অধিকারীর প্রসঙ্গ টেনে তাঁকে পাল্টা নিশানা করছেন। এরইমধ্যে ওই ফেসবুক পোস্ট সামনে এসেছে। এই ফেসবুক পোস্টের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করলেন দিব্যেন্দু। 


দিব্যেন্দু বলেছেন, তাঁকে থানায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করিয়ে রাখা হয়। তিনি বলেছেন, তাঁর বাবা শিশির অধিকারীর বয়স এখন ৮৩। বয়সজনিত সমস্যা তাঁর রয়েছে। এই অবস্থায় ফেসবুকে এই পোস্টের জেরে এই বৃদ্ধ বয়সে তাঁকে বিরক্ত করা হচ্ছে। করোনা আবহে তাঁর বাবা শিশির অধিকারী বাড়ি থেকে বেরোচ্ছেন না। এই অবস্থায় ক্রমাগত ফোন করে তাঁকে বিরক্ত করা হচ্ছে। দিব্যন্দু এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন।