দিঘার হোটেলে চিকিত্সকের গাড়িচালকের রহস্যমৃত্যুতে খুনের মামলা রুজু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jun 2018 08:41 AM (IST)
দিঘা: দিঘার হোটেলে চিকিত্সকের গাড়িচালকের রহস্যমৃত্যুতে পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু পুলিশের। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখে, এটি আত্মহত্যার ঘটনা বলেই প্রাথমিকভাবে অনুমান। কিন্তু পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ ওঠায়, সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে চিকিত্সক, তাঁর স্ত্রী ও তাঁদের আত্মীয়কে। আপাতত তাঁদের দিঘা না ছাড়ার নির্দেশ দিয়েছে পুলিশ।