নয়াদিল্লি : কলকাতায় জল জমা থেকে মমতার দিল্লি সফর, একের পর এক বিষয় নিয়ে শাণিত কটাক্ষ করে গেলেন দিলীপ ঘোষ। নিউটাউনে মর্নিং ওয়াকে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বললেব, '' কলকাতা লন্ডনের বদলে ভেনিস হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী দিল্লি গেলেন এখানে সব ভেসে গেল। '' 
এরপর দিলীপের নিশানায় কলকাতার বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম। ইয়াস পরবর্তী সময়ে নারদা ইস্যুতে সিবিআই গ্রেফতার করে তাঁকে। এরপর মুখ্যমন্ত্রী থেকে দলের সমর্থক, পরিবার  থেকে  তাঁর আইনজীবী, সকলেই প্রশ্ন তুলেছিলেন , দুর্যোগ সামলানোর সময়ে  তিনি জেলে থাকলে শহরের মানুষের বিপদে কাজ করবেন কী করে !! কিন্তু তিনি সক্রিয় থাকতেও মহানগরী কেন জলে ভাসল প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। বললেন, '' মুখ্যমন্ত্রী দিল্লি গেলেন এখানে সব ভেসে গেল, কলকাতার প্রাক্তন মেয়র জেলে না থাকলেও কলকাতাকে বাঁচাতে পারলেন না।'' শহরে জল জমা নিয়ে মুখ্যমন্ত্রী ও কলকাতা পুরসভার বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমকে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। 



এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে কড়া কথা শোনালেন দিলীপ। বললেন, '' মান্থলি করে নিন। কলকাতায় কিছু হচ্ছে না, তাই দিল্লি গিয়ে মন্ত্রীদের হাতে পায়ে ধরতে হবে ফান্ডের জন্য !'' শুক্রবারই দিল্লি থেকে ফেরার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন '' সফর সফল। এবার প্রতি দুমাসে দিল্লি আসবেন। '' সেই প্রসঙ্গ উঠতেই বিজেপির রাজ্য সভাপতির জবাব, ''  নিজের পার্টিকে সর্বভারতীয় করতে হবে, তাই বিভিন্ন রাজ্যের নেতার কাছে MLA, MP সিট চাইছেন! ''

মুখ্যমন্ত্রীর দু’ মাস অন্তর দিল্লি যাওয়ার ঘোষণা নিয়ে শুক্রবার কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি বলেন,, ‘লোকসভা ভোট অনেক দেরি, এখন এসব নিয়ে কথা কেন?’ সেই সঙ্গে তাঁর ভরসা, নরেন্দ্র মোদির উপরই আস্থা রাখবে মানুষ। ' ২০১৯-এ বিরোধী জোটের চেষ্টা হয়েছিল, সফল হয়নি, ‘এবারও যতই চেষ্টা করুন, নরেন্দ্র মোদির ওপরই আস্থা দেশের আছে মানুষের’

সেই সঙ্গে শুভেন্দুর কটাক্ষ করেন শহরে জল জমা নিয়েও।  বললেন, কলকাতার মানুষ দেখুন কোন সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। শুভেন্দুর স্বভাবসিদ্ধ খোঁচা, ' ইয়াসের পর সবাই বলছিল দুয়ারে গঙ্গা, এবার বোধ হয় বলবে দুয়ারে নর্দমার জল!! লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর আগে বোধ নয়, এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ''