দক্ষিণ ২৪ পরগনা: সম্পর্কে টানাপোড়েনে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী। সোশাল সাইটে প্রেমিকার আত্মহত্যা লাইভ দেখল প্রেমিক! শিউড়ে ওঠার মতো ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বৈদ্যপাড়ায়।
মৃত ছাত্রীর পরিবারের দাবি, শনিবার দুপুরে প্রেমিকের সঙ্গে দেখা করতে যায় মেয়েটি। বেরনোর সময় হাসিখুশি থাকলেও বাড়ি ফেরে মনমরা হয়ে।
পরিবারের দাবি, সেই রাতে শেষবার প্রেমিকের সঙ্গে হোয়াটস অ্যাপে চ্যাট করে ছাত্রী। সেখানে সে লেখে...তুমি ভুল কিছু করলে আমি আর থাকব না। আমি তারা হয়ে যাব। লাইভে এসো, আজকে শেষ। দেখিয়ে দিচ্ছি।
অভিযোগ, এরপরই ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে সোশাল সাইটে লাইভ অপশন ওপেন করে আত্মহত্যা করে ওই ছাত্রী। রবিবার দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
চড়াই-উৎরাই, এই দুই নিয়েই জীবন। কিন্তু, প্রেমিকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে কেন এই মারণ প্রবণতা? শুধুই কি সম্পর্কের টানাপোড়েনে এই ঘটনা? না কি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে? ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।
বনিবনা হচ্ছে না প্রেমিকের সঙ্গে, ফেসবুক লাইভ করে আত্মহত্যা করল সোনারপুরের ছাত্রী
ABP Ananda, Web Desk
Updated at:
11 Jun 2018 09:49 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -