জোড়া পথ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে, মৃত ৫
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Oct 2017 09:41 AM (IST)
খড়গপুর: পরপর দুর্ঘটনা কেড়ে নিল ৫ জনের প্রাণ। খড়গপুরে ৬ নম্বর জাতীয় সড়কের ওপর বসন্তপুরের কাছে আজ ভোর ৬টা নাগাদ একটি ট্রেলারের পিছনে একটি গাড়ি ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান গাড়ির ৫ যাত্রী। মৃতদের মধ্যে ১ জন মহিলা। তাঁদের কারও পরিচয় জানা যায়নি। গাড়িটি তমলুক থেকে খড়গপুরে আসছিল। পুলিশের অনুমান, চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটে। পাশাপাশি বেলদায় দুটি বাসের মধ্যে সংঘর্ষে ১৫ জন বাস যাত্রী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।