কাঁকসা: বারান্দায় পড়ে ছেলের নিথর দেহ! দশমীর সকালে ঘুম থেকে উঠে দৃশ্য দেখে হতবাক বাবা। ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের কাঁকসা। এক্ষেত্রেও কি বারাসতের মনুয়া কাণ্ডের ছায়া? বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরেই কি স্ত্রী ও প্রেমিক মিলে খুন করেছেন স্বামীকে? এই সন্দেহ জোরাল হচ্ছে।
শনিবার ভোরে নিজের বাড়ির বারান্দায় পড়ে ছিল বছর তেত্রিশের যুবক চঞ্চল ঘোষের গুলিবিদ্ধ মৃতদেহ। বাবা দেখে প্রতিবেশীদের খবর দেন। ঘটনাস্থলে মৃতদেহের পাশেই উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। মৃতের পরিবারের অভিযোগ, চঞ্চলের স্ত্রী রিয়ার সঙ্গে প্রতিবেশী যুবক ঝণ্টু মণ্ডলের বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল। তাঁরাই চঞ্চলকে খুন করেছেন।
বছর চারেক আগে চঞ্চলের সঙ্গে রিয়ার বিয়ে হয়। দু’জনের একটি দু’বছরের কন্যাসন্তানও আছে। কিন্তু অভিযোগ, স্থানীয় যুবক ঝণ্টুর সঙ্গে রিয়ার বিবাহ বর্হিভূত সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি তা নিয়ে স্বামী চঞ্চলের সঙ্গে রিয়ার ঝগড়াও হয়। পুজোর মুখে রিয়া বাপের বাড়ি চলে যান। দশমীর দিন স্ত্রীকে আনতে যাওয়ার কথা ছিল চঞ্চলের। কিন্তু তার আগেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ।
অভিযুক্ত রিয়া ও তাঁর প্রেমিক ঝণ্টুকে গ্রেফতার করেছে পুলিশ। ঝণ্টুর সঙ্গে একসময় সম্পর্ক থাকার কথা স্বীকার করলেও, খুনে হাত থাকার অভিযোগ অস্বীকার করেছেন রিয়া। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। রিয়া ও ঝণ্টু দু’জনে মিলেই কি খুন করেছেন চঞ্চলকে? না কি রিয়ার অজ্ঞাতে ঝণ্টু একাই খুন করেছেন চঞ্চলকে? না কি স্ত্রীর বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে আত্মঘাতী হয়েছেন চঞ্চল? এইসব প্রশ্নের উত্তর খুঁজছে কাঁকসা থানার পুলিশ। ধৃতদের রবিবার আদালতে তোলা হবে।
কাঁকসায় মনুয়া-কাণ্ডের ছায়া, যুবক খুনে জড়িত সন্দেহে গ্রেফতার স্ত্রী, প্রেমিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Sep 2017 09:14 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -