মনে করা হচ্ছে ২ বান্ধবীর, আসানসোলের সালানপুর থেকে জোড়া কঙ্কাল উদ্ধার
ABP Ananda, Web Desk | 27 May 2018 12:13 PM (IST)
আসানসোল: আসানসোলের সালানপুরের জঙ্গল থেকে উদ্ধার হল জোড়া নরকঙ্কাল। মনে করা হচ্ছে, এই দুই কঙ্কাল নিখোঁজ দুই বান্ধবীর। মাসখানেক আগে বাড়ি থেকে বার হওয়ার পর সালানপুরের শিবদাসপুরের দুই কিশোরী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। অভিযোগ ওঠে, দুজনকে খুন করা হয়েছে। কিন্তু তাদের আর খোঁজ মেলেনি। গতকাল বিকেলে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে গাছে ২টি ওড়না ঝুলতে দেখে গ্রামের ১ মহিলার সন্দেহ হয়। জঙ্গলেই উদ্ধার হয় দুটি কঙ্কাল। খবর দেওয়া হয় সালানপুর থানায়। নরকঙ্কাল দুটি নিখোঁজ কিশোরীদের কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।