পূর্ব বর্ধমান: চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন চালক। চালকহীন অবস্থাতেই এগোল ট্রেন। গার্ডের তৎপরতায় এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা। সোমবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হাওড়া-কাটোয়া লাইনে।
এদিন সকাল ৭.৫৩-তে হাওড়া থেকে ছাড়ে আপ হাওড়া-কাটোয়া লোকাল। সকাল ১১.১০-এ দাঁইহাট স্টেশন ছাড়ার পরই হঠাৎ ট্রেনের গতি কমতে শুরু করে। গার্ডের দাবি, বাইরে মুখ বাড়াতেই কানে আসে যাত্রীদের চিৎকার।
ব্যাপারটা বুঝতে না পেরে তিনি চালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু, চালকের কোনও সাড়া মেলেনি। তখনই বিপদ আঁচ করে তিনি ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামান। এরপরের ঘটনা আরও চাঞ্চল্যকর! গার্ডের দাবি, ট্রেন থেকে নেমে তিনি বুঝতে পারেন, চালকই ট্রেনের বাইরে পড়ে গিয়েছেন! অর্থাৎ কিছুটা পথ ট্রেন এগিয়েছে চালকহীন অবস্থাতেই।
রেললাইনের পাশে জঙ্গলে চালককে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতাল ও পরে সেখান থেকে কলকাতার বি আর সিংহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রেল সূত্রে দাবি, এই চালক ব্যান্ডেল থেকে উঠেছিলেন। কীভাবে তিনি পড়ে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বিষয়টি সময়মতো গার্ডের নজরে না এলে এবং তিনি ট্রেন না থামালে কী হত, তা ভেবে যাত্রীদের বুক কেঁপে উঠছে।