পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: মাদককাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিং ছাড়াও আরও ১ জনকে গ্রেফতার করল নিউ আলিপুর থানার পুলিশ। ধৃত ২ জনকেই আজ আদালতে তোলা হবে। পুলিশের দাবি, পামেলা-কাণ্ডে যোগ রয়েছে রাকেশের এই সঙ্গী জিতেন্দ্র সিংয়েরও।
অন্যদিকে, মাদককাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের কাজে বাধাদানের অভিযোগে গ্রেফতার করা হয় বিজেপি নেতার দুই ছেলেকেও!
কোকেনকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছিলেন বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী। তাঁর মুখেই প্রথমে উঠে এসেছিল রাকেশ সিংয়ের নাম।
মঙ্গলবার বিকেল চারটেয় তাঁকে লালবাজারে হাজিরা দিতে বলে সিআপরিসি-র ১৬০ নম্বর ধারায় নোটিশ পাঠায় পুলিশ। কিন্তু এদিন হাজিরা দিতে পারবেন না বলে সকালেই জানিয়ে দেন বিজেপি নেতা।
এরপর থেকে রাকেশ সিংয়ের খোঁজ করতে থাকে পুলিশ। সূত্রের খবর, প্রথমে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখে তাঁর অবস্থান জানার চেষ্টা করা হয়। কিন্তু দুপুর দুটো নাগাদ রাকেশের ফোন সুইচড অফ হয়ে যায়।
রাকেশ সিং দিল্লি যাওয়ার কথা বলায়, গতকাল বিমানবন্দরে হাজির ছিল পুলিশ। পুলিশের দাবি, উড়ানে না গিয়ে, জাতীয় সড়ক ধরে ভুবনেশ্বর হয়ে দিল্লি যাওয়ার ছক কষেছিলেন রাকেশ সিং।
পুলিশ সূত্রে আরও দাবি, তদন্তকারীরা জানতে পারেন রাকেশ সিং দিল্লি যাননি। তিনি রাজ্যেই রয়েছেন। তারপর আরও সক্রিয় হয় পুলিশ।
খবর যায় বিভিন্ন জেলার থানায়। পুলিশ সূত্রে খবর, পূর্ব বর্ধমানের গলসিতে হাইওয়ের ওপর নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেইসময় তারা একটা গাড়ি আটকায়। সেই গাড়িতেই ছিলেন বিজেপি নেতা রাকেশ সিং। সঙ্গে তাঁর কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরাও ছিলেন।
গোপন সূত্রে খবর পেয়ে নাকা তল্লাশিতে পূর্ব বর্ধমানের গলসি থেকে বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি, কলকাতার বাড়িতে অভিযান চলাকালীন পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় রাকেশের দুই ছেলে শুভম ও সাহেব সিংকে।