উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে মত্ত অবস্থাতে রাস্তাতেই পড়ে পুলিশকর্মী। স্থানীয়দের চেষ্টায় উদ্ধার। বৃহস্পতিবার বিকেলে মত্ত পুলিশের কীর্তি দেখে ভিড় জমে যায় এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে, মত্ত ওই পুলিশকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় কালিয়াগঞ্জ থানার পুলিশ। উদ্ধারকারী পুলিশকর্মীদের কথায়, হাসপাতালে যাওয়ার পরেও দীর্ঘক্ষণ কথা বলার অবস্থাতেই ছিলেন না ওই পুলিশকর্মী।
মত্ত পুলিশকর্মীর নাম বিশ্বনাথ বাগচী। তিনি কর্ণজোড়া পুলিশ লাইনে এনভিএফ শাখায় কর্মরত। বৃহস্পতিবার তাঁর ডিউটি ছিল রায়গঞ্জে। কী কারণে তিনি কালিয়াগঞ্জে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। জেলা পুলিশসূত্রে খবর, ওই পুলিশকর্মীকে এক মাসের জন্য কাজে যোগ দিতে নিষেধ করা হয়েছে।
পুলিশকর্মীকে এভাবে মত্ত অবস্থায় দেখে নিরাপত্তা নিয়ে আতঙ্কিত এলাকাবাসী। এক স্থানীয় বাসিন্দা বলেন, পুলিশই যদি এরকম করে, তাহলে ভরসা রাখব কী করে? কালিয়াগঞ্জের এই ঘটনা মনে করিয়ে দিয়েছে মাস পাঁচেক আগে পশ্চিম মেদিনীপুরের বেলদায় আরেক ঘটনার কথা। সেখানে মত্ত অবস্থায় স্কুলের সামনে পড়েছিলেন সেই স্কুলেরই প্রধান শিক্ষক। এবার রাস্তায় গড়াগড়ি মত্ত পুলিশকর্মীর।