কলকাতা:  দিল্লিকে পাল্লা দিতে এবার বাংলার নিজস্ব ইংলিশ মিডিয়াম বোর্ড? নবান্ন থেকে প্রস্তাব গেল স্কুল শিক্ষা দফতরে। প্রয়োজনে নয়া আইন বিধানসভায়। মিশ্র প্রতিক্রিয়া শিক্ষা মহলের। বেসরকারি ও সরকারি ইংরেজি মাধ্যম স্কুলকে অনুমোদন দেবে প্রস্তাবিত নয়া বোর্ড। আপাতত আইনগত বিষয়গুলো খতিয়ে দেখছে সরকার।