কলকাতা: ওড়িশা(Odisha)-অন্ধ্র (Andhrapradesh) উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। তার জেরে আজ থেকে শনিবার পর্যন্ত আপ-ডাউন মিলিয়ে বাতিল ৫৩টি দূরপাল্লার ট্রেন (Train)। শুক্রবার বাতিল করা হয়েছে হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, হাওড়া-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস, সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল, হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস, ভাস্কো-দা-গামা-হাওড়া এক্সপ্রেস, তিরুচিরাপল্লি-হাওড়া এক্সপ্রেস। 


হেমন্তে শীতের আমেজে কাঁটা নিম্নচাপ (Depression)। শক্তি বাড়িয়ে কালই তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। শনিবার উত্তর-পশ্চিমে সরে তা অবস্থান করবে উত্তর অন্ধ্র ও ওড়িশা উপকূলের কাছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের প্রভাবে কাল থেকেই রাজ্যের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির সম্ভাবনা। রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। বৃষ্টি হবে হাওড়া (Howrah) ও কলকাতাতেও (kolkata)। কাল থেকে রবিবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।


ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। শনিবার সকালে উত্তর অন্ধ্র ও ওড়িশা উপকূলের কাছে আছড়ে পড়ার সম্ভাবনা। এর প্রভাবে সপ্তাহান্তে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে শনিবার। বইবে ঝোড়ো হাওয়া। রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। বৃষ্টি হবে হাওড়া ও কলকাতাতেও। সোমবার পর্যন্ত চলবে বৃষ্টি। পাশাপাশি, কাল থেকে রবিবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।


ঘূর্ণিঝড় জাওয়াদের আশঙ্কায় পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় শুরু হয়েছে প্রস্তুতি। শনিবার থেকে সোমবার পর্যন্ত পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি, তাজপুরে পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। প্রস্তুত রাখা হচ্ছে এনডিআরএফ ও এসডিআরএফকে। ত্রাণ শিবিরগুলিকেও প্রস্তুত করা হচ্ছে। আজ সন্ধের মধ্যে মত্স্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে। যে সমস্ত মত্স্যজীবী গভীর সমুদ্রে গিয়েছেন, তাঁদের কাছাকাছি কোনও দ্বীপে আশ্রয় নিতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ে ফসলের ক্ষতি আটকাতে কৃষকদের উদ্দেশ্যেও সতর্কবার্তা জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। 


অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনাতেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমায় মোতায়েন থাকছে এনডিআরএফের ২টি করে দল। কাকদ্বীপে উপকূলবর্তী এলাকায় মাইকে সতর্কতামূলক প্রচার শুরু করেছে ব্লক প্রশাসন। নীচু এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। ত্রাণ শিবিরগুলিকেও তৈরি রাখা হচ্ছে।