কলকাতা: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। যার জেরে দিনভর বৃষ্টি। আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের প্রভাব কাটলে পড়তে পারে শীত, পূর্বাভাস আবহাওয়া দফতরের।
ক্যালেন্ডার বলছে, বিদায় নিয়েছে বর্ষা। কিন্তু এখনও মাঝেমধ্যেই চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। যার জেরে মঙ্গলবার রাতভর ঝিরঝিরে বৃষ্টির পর এদিনও বিক্ষিপ্তভাবে ভিজল কলকাতা-সহ একাধিক জেলা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ। সেটি অন্ধ্র উপকূলের দিকে সরে আসায় রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। পূর্বাভাস বলা হয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।
আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী আশিসকুমার সেন বলেন, রাজ্যে ঢোকার পর নিম্নচাপ শক্তি হারাবে। ফলে প্রবল বৃষ্টির সম্ভাবনা কম। আগামী ২৪ ঘণ্টায় ২ মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় বৃষ্টি হবে।
আবহবিদরা জানিয়েছেন, রাজ্যে শীত আসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাব কাটলে শীত পড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতার পাশাপাশি, বুধবার সকালে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টি হয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে।
রোদের দেখা না মেলায় দিঘা-শঙ্করপুর মত্স্য বন্দরে ক্ষতির মুখে শুঁটকি মাছ ব্যবসায়ীরা।