কলকাতা: ডেঙ্গি নিয়ে আদালতে প্রশ্নের মুখে রাজ্য সরকার।সরকারের তরফে যে হলফনামা পেশ করা হয়েছে তাতে ধোঁয়াশা রয়েছে বলে মন্তব্য কলকাতা হাইকোর্টের।
ডেঙ্গি নিয়ে হওয়া ৬টি জনস্বার্থ মামলার মঙ্গলবার শুনানি হয়। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সরকারি আইনজীবীর কাছে জানতে চায়, ডেঙ্গিতে এ রাজ্যে এখনও পর্যন্ত কত জন মারা গিয়েছেন?
সরকারি আইনজীবী বলেন, ৯ নভেম্বর, স্বাস্থ্য দফতরের তরফে আদালতে হলফনামা জমা দেওয়া হয়। সে দিন পর্যন্ত, ডেঙ্গিতে রাজ্যে মৃত্যু হয়েছিল ১৯ জনের।
হাইকোর্ট তখন বলে,সরকারের তরফে যে হলফনামা পেশ করা হয়েছে তাতে ধোঁয়াশা রয়েছে। ডেঙ্গিতে মৃত ১৯ জনের মধ্যে কত জন সরকারি হাসপাতালে মারা গিয়েছেন, কতজন বেসরকারি হাসপাতালে, তা স্পষ্ট করে বলা নেই। একজন শীর্ষ আধিকারিক কী ভাবে এমন হলফনামা পেশ করেন!
বৃহস্পতিবার এই মামলার ফের শুনানি।
সে দিন পর্যন্ত ডেঙ্গিতে কত জনের মৃত্যু, রাজ্য সরকারকে তার হিসেব দিতে বলেছে হাইকোর্ট।
এই প্রেক্ষাপটে, ডেঙ্গি নিয়ে তথ্য গোপনের অভিযোগে ফের তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর অভিযোগ, তথ্য গোপন করছে সরকার...আমাদের যা হিসেব তাতে ডেঙ্গিতে ২০০ জন এবং অজানা জ্বর যাকে বলা হচ্ছে তাতে আরও ২০০ জনের মৃত্যু হয়েছে।
তৃণমূল সরকার অবশ্য প্রথম থেকেই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, ডেঙ্গি নিয়ে কোনও তথ্যই গোপন করা হয়নি। বিরোধীরা অযথা রাজনীতি করছে।
ডেঙ্গি মামলা: মৃতের সংখ্যা নিয়ে রাজ্যের হলফনামায় ধোঁয়াশা, বলল হাইকোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Nov 2017 08:05 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -