দার্জিলিং: গোর্খা জনমুক্তি মোর্চার হুমকির জেরে পদত্যাগ করতে বাধ্য হলেন দুটি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। কালিম্পঙে খাস উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রাজেন গেটওয়াল ইস্তফা দিয়েছেন। পদত্যাগ করেছেন সার্কি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কুমার মঙ্গাপিও। এর আগে মিরিকে সর্বদল বৈঠকে স্থির হয়, গোর্খাল্যান্ডের সমর্থনে ১৪ তারিখের মধ্যে পাহাড়ের ১৫টি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ইস্তফা দেবেন।


পাহাড়ে অশান্তি এখনও অব্যাহত। আজ সকালে গোর্খাল্যান্ডের সমর্থনে দার্জিলিঙে কুকরি মিছিল করেছে নারী মোর্চা। সিংমারি থেকে একটি মিছিল জেলাশাসকের অফিসের সামনে দিয়ে ঘুরে দার্জিলিং টয় ট্রেন স্টেশন পর্যন্ত গিয়েছে।

গতরাতে সরকারি গ্রন্থাগার সহ চার জায়গায় আগুন দেওয়া হয়েছে। রাত সাড়ে ১০টা নাগাদ কার্শিয়াঙে আরপিএফ-এর ডিরেক্টরেট অফিসে আগুন লাগানো হয়। রাত সোয়া ১১টা নাগাদ সুখিয়াপোখরিতে চাবিসেই চেক পোস্টে আগুন দেয় মোর্চা সমর্থকরা। রাত ১২টা নাগাদ পুড়িয়ে দেওয়া হয় লোধামায় বন দফতরের বাতাসি গেস্ট হাউস। রাত আড়াইটে নাগাদ মিরিকে প্রেমচন্দ স্মৃতি গ্রামীণ গ্রন্থাগারেওআগুন দেওয়া হয়। পুড়ে যায় লাইব্রেরির সমস্ত বই, নথি ও আসবাব। যদিও মোর্চার দাবি, আগুন লাগানোর ঘটনায় তাদের হাত নেই।