মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: দুর্গাপুরে বন্ধ ঘরের দরজা ভেঙে দুই বোনের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় মাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। প্রাথমিকভাবে বিষক্রিয়ায় ২ বোনের মৃত্যু বলে অনুমান পুলিশ ও হাসপাতালের। কিন্তু কীভাবে বিষক্রিয়া হল, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য।
বন্ধ ঘরে উদ্ধার দুই বোনের নিথর দেহ! আশঙ্কাজনক অবস্থায় মাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেনাচিতির ভিড়িঙ্গি মোড় এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল থেকে বাড়ির বাইরে দেখা যায়নি মা-মেয়েদের!
সন্দেহ হওয়ায় কিছুক্ষণ ডাকাডাকির পর স্থানীয়রাই খবর দেন পুলিশকে।পুলিশ এসে দরজা ভাঙতেই চক্ষু চড়কগাছ!
মেঝেতে পড়ে রয়েছে দুই বোনের মৃতদেহ। বিছানায় অসুস্থ মা কাতরাচ্ছেন।এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, মেয়েরা পড়ে ছিল, ওদের মা বমি করছিলেন।
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম পুজা বাউরি (২০),শ্রাবণী বাউরি (১৫)।
মৃতদের মা সুমিত্রা বাউরি বলেছেন, রাতের বেলা আলু সেদ্ধ ,ডাল ,ভাত খাই। খাওয়ার পর বমি হয়, সকালে ওদের ডাকলেও কেউ সাড়া দিচ্ছিল না। আমিও উঠতে পারছিলাম না, কীভাবে কি হল বুঝতে পারছি না।
দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মণ্ডল জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে দুই বোনের।
কিন্তু কীভাবে বিষক্রিয়া হল? খতিয়ে দেখছেন তদন্তকারীরা।পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
বছর খানেক আগে মৃত্যু হয় গৃহকর্তার। সেই থেকে দুই মেয়েকে নিয়ে একাই থাকতেন সুমিত্রা। কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল, সেই রহস্যের জট খুলতে গৃহকর্ত্রীর সুস্থ হওয়ার অপেক্ষায় পুলিশ।
দুর্গাপুরে দরজা ভাঙতেই চক্ষু চড়কগাছ! পড়ে রয়েছে দুই বোনের নিথর দেহ, আশঙ্কাজনক মা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jan 2021 10:47 PM (IST)
দুর্গাপুরে বন্ধ ঘরের দরজা ভেঙে দুই বোনের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় মাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। প্রাথমিকভাবে বিষক্রিয়ায় ২ বোনের মৃত্যু বলে অনুমান পুলিশ ও হাসপাতালের। কিন্তু কীভাবে বিষক্রিয়া হল, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -