কলকাতা: এবার হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় থাকছেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। আগামী ৭ ফেব্রুয়ারি মোদির সভায় থাকছেন দিব্যেন্দু অধিকারী।এ ব্যাপারে তিনি বলেছেন, সরকারি অনুষ্ঠান, যেতেই পারি।
শুভেন্দুর ভাই দিব্যেন্দুকে আমন্ত্রণ জানিয়েছেন পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।৭ ফেব্রুয়ারি হলদিয়ায় একাধিক প্রকল্পের সূচনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সরকারি অনুষ্ঠান হলেও দিব্যেন্দুর যোগদানের তাৎপর্য যথেষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল। কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর তাঁর ভাই তথা কাঁথি পুরসভার প্রাক্তন প্রশাসক সৌমেন্দু অধিকারী। তাঁর সঙ্গে আরও ১৪জন বিদায়ী কাউন্সিলর বিজেপিতে যোগদান করেন।শুভেন্দুর উপস্থিতিতেই তিনি পদ্ম শিবিরে সামিল হন। শুভেন্দু বিজেপিতে যোগদানের পরই তাঁকে পুর প্রশাসকের পদ থেকে অপসারিত করা হয়েছিল।
শুভেন্দুর বিজেপিতে যোগদানের পর কাঁথির অধিকারী পরিবারের বাকি সদস্যদের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জোর জল্পনা চলছে। সৌমেন্দু যোগ দিলেও শিশির অধিকারী ও দিব্যেন্দু এখনও তাঁদের ভবিষ্যত সিদ্ধান্ত নিয়ে খোলসা করেননি। সৌমেন্দুর বিজেপিতে যোগদানের আগে শুভেন্দু বলেছিলেন, তাঁদের বাড়িতেও পদ্ম ফুটবে।
এরপর দিব্যেন্দুর পরবর্তী পদক্ষেপ নিয়ে জোর জল্পনা চলছে। তাঁকে অবশ্য হলদিয়া উন্নয়ন পর্ষদের নতুন কমিটিতে রেখেছে রাজ্য।
বিজেপিতে যোগ দিয়েই তৃণমূল কংগ্রেসকে প্রায় প্রতিদিনই তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করছেন শুভেন্দু। অমিত শাহর সভায় বিজেপিতে যোগ দিয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন তিনি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হলদিয়ায় সরকারি অনুষ্ঠানে যোগ দিতে একদিনের রাজ্য সফরে আসছেন আগামী ৭ ফেব্রুয়ারি। তবে ভোট-মুখী বাংলায় মোদির এই সফরের রাজনৈতিক তাৎপর্যও যথেষ্ট বলেই মনে করা হচ্ছে। তাঁর সফর উজ্জীবিত করবে দলের নেতা-কর্মীদের।
কিছুদিন আগেই নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপনের জন্য কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গতকালই রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। আজ ও আগামীকাল ঠাসা রাজনৈতিক কর্মসূচী ছিল তাঁর। কিন্তু দিল্লিতে গতকালের বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে অমিত শাহর রাজ্য সফর বাতিল হয়ে যায়।
WB Election 2021 news: এবার ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jan 2021 08:35 PM (IST)
এবার হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় থাকছেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। আগামী ৭ ফেব্রুয়ারি মোদির সভায় থাকছেন দিব্যেন্দু অধিকারী।এ ব্যাপারে তিনি বলেছেন, সরকারি অনুষ্ঠান, যেতেই পারি।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -