সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সমীরণ পাল, হুগলি: জাতীয় সড়কে দুর্ঘটনা। ঘটনায় ১ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা টহলদারি পুলিশের গাড়িতে একটি ডাম্পার এসে ধাক্কা মারে। এর পর দাদপুরে গাড়ি কেটে আহত পুলিশকর্মীদের উদ্ধার করা হয়। পালাতে গিয়ে ডাম্পারের চালকও অন্য গাড়ির ধাক্কায় আহত হন।


জানা গিয়েছে, ওই গাড়িতে ৩ পুলিশকর্মী ও তাঁদের গাড়ির চালক ছিলেন। দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে, গাড়ি কেটে পুলিশকর্মীদের দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করতে হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে পুলিশের গাড়ির চালক ভাস্কর সাঁতরাকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি তিন পুলিশকর্মীর আঘাতও যথেষ্ট গুরুতর। 


এ দিকে পালাতে গিয়ে ডাম্পারের চালকও অন্য গাড়ির ধাক্কায় আহত হয়েছে। আহতদের ডানকুনির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের একটি মোবাইল ভ্যান জাতীয় সড়কের কলকাতামুখী রাস্তার বাঁ দিকে দাঁড়িয়েছিল। সেখানে একটা ডাম্পার এসে সজোরে ভ্যানটির পিছনে ধাক্কা মারে। 


দুর্ঘটনার অভিঘাতে ভ্যানটি এগিয়ে গিয়ে একটি কনটেইনারের পিছনে ঢুকে যায়। গাড়িতে থাকা পুলিশ কর্মীরা ছিটকে পড়েন। একজন অফিসার, একজন কনস্টেবল ও একজন সিভিক ভলেন্টিয়ারর গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে ডানকুনির একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। একজন পুলিশ কর্মী তখন রাস্তায় দাঁড়িয়ে ছিলেন ডাম্পারকে এ ভাবে আসতে দেখে কোনওক্রমে সরে গিয়ে প্রাণে বাঁচেন। ডাম্পারটিকে আটক করেছে পুলিশ।