মনোজ বন্দ্যোপাধ্যায়,দুর্গাপুর:  পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে রাস্তার ধারে ঝোপজঙ্গল থেকে উদ্ধার হল লক্ষাধিক টাকার পুরনো পাঁচশো টাকার নোট! আগাছা পরিষ্কার করতে গিয়ে তা দেখতে পান সাফাইকর্মীরা। প্রায় পাঁচ বছর আগে নোট বাতিলে অচল হয়ে যাওয়া এত পুরনো নোট কীভাবে এলাকায় এল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।


২০১৬-র ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।  দুর্নীতি ও কালো টাকা দমনে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। ২০১৬ সালের ৮ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তখনকার সময়ে চালু থাকা ৫০০ ও হাজার টাকার নোটকে বাতিল বলে ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর ঘোষণায় রাতারাতি কাগজের টুকরোয় পরিণত হয় ৫০০ ও হাজার টাকার নোট।


প্রায় পাঁচ বছর পর ভুরিভুরি বাতিল পাঁচশো টাকার নোটের দেখা মিলল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সিজোন এলাকায়। সেখানে পড়েছিল গুচ্ছ গুচ্ছ বাতিল ৫০০ টাকার নোট। রাস্তার ধারে দুর্গাপুর পুরসভার আগাছা সাফাইয়ের কাজ চলছিল। সেই সময় শ্রমিকরা দেখতে পান নোটগুলি। কোথা থেকে কীভাবে এল লক্ষাধিক টাকার পুরনো নোট, খতিয়ে দেখছে পুলিশ।


দুর্গাপুর পুরসভার সাফাই কর্মী অনিতা বাউরি বলেছেন, আমরা পরিষ্কারের কাজ  করছিলাম। দেখতে পেলাম নোট পড়ে আছে। কিছু কাটা নোট, কিছু গোটা নোটও ছিল। তবে মোট কত টাকা বলতে পারব না।


দুর্গাপুর পুরসভার সাফাই বিভাগের সুপারভাইজারভূমি খান জানিয়েছেন, ঘটনার কথা শুনেই আমি কাউন্সিলরকে জানাই। কাউন্সিলর পুলিশকে জানান। প্রচুর নোট পড়েছিল।


দুর্গাপুরের সিজোন এলাকায় রয়েছে সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের আবাসন। রাস্তার ধারে ওই আবাসন কলোনির সামনে থেকেই উদ্ধার হয়েছে পাঁচশো টাকার বাতিল নোট। পুলিশ সূত্রে খবর, লক্ষাধিক টাকার বাতিল নোট উদ্ধার হয়েছে।


আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি জানিয়েছেন, রাস্তার ধারে কোথা থেকে এত পুরনো নোট এল, তা খতিয়ে দেখা হচ্ছে। পরীক্ষা করে দেখা হবে এলাকার সিসিটিভি ফুটেজ।