কলকাতা: এবার থেকে অনলাইনেই মিলবে জল ছাড়ার তথ্য। আগাম সতর্ক হতে পারবেন সাধারণ মানুষ। জলাধার থেকে সতর্কতা ছাড়াই জল ছাড়ার অভিযোগ নস্যাৎ করতে অভিনব উদ্যোগ দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি-র।

ফি বছর বর্ষাকালে প্লাবিত হয় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ভিটেমাটি ছেড়ে ত্রাণশিবিরে আশ্রয় নিতে হয় হাজার হাজার দুর্গতকে।

এই পরিস্থিতির জন্য বৃষ্টির সঙ্গে সমানভাবে দায়ী করা হয় দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি-কে। অভিযোগ, আগাম সতর্কবার্তা জারি না করে লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দেয় দামোদর ভ্যালি কর্পোরেশন। সেই অভিযোগ এড়াতেই এবার ডিভিসি-র সিদ্ধান্ত, প্রথা মাফিক সতর্কবার্তা জারি করা ছাড়াও জল ছাড়ার যাবতীয় তথ্য এবার থেকে জানানো হবে অনলাইনে। আগামী সোমবার থেকে তথ্য পাওয়া যাবে ডিভিসি-র ওয়েবসাইটে।

কী কী জানা যাবে ডিভিসি-র ওয়েবসাইট থেকে?

ডিভিসি-র আওতায় থাকা জলাধারগুলি থেকে কখন, কী পরিমাণে জল ছাড়া হচ্ছে এবং সেই জল কখন কোথায় গিয়ে পৌঁছবে, সেই তথ্য দেওয়া থাকবে। জলের পরিমাণ বোঝাতে সবুজ, কমলা, হলুদ ও লাল রংয়েরও ব্যবহার করা হবে।

দক্ষিণবঙ্গ প্লাবিত হলেই প্রত্যেক বছর ডিভিসি-র বিরুদ্ধে সতর্কবার্তা ছাড়াই জল ছাড়ার অভিযোগ ওঠে। গতবারও তার অন্যথা হয়নি।

যদিও, এই অভিযোগ মানতে নারাজ ডিভিসি। তাদের সাফ কথা, সেন্ট্রাল ওয়াটার কমিশনই জল ছাড়ার বিষয়টি ঠিক করে। সেই কমিশনে ডিভিসি-ছাড়াও থাকেন পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি। ফলে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ সরাসরি খারিজ করেছে দিয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন।