হাবড়া: উত্তর ২৪ পরগনায় ফের আক্রান্ত প্রতিবাদী!প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানির প্রতিবাদ করায় প্রতিবাদী তরুণীকে চড় মারার অভিযোগ। পাকড়াও বিএসএফ কর্মী-সহ ২।


ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যায়। হাবড়ার খারো এলাকায় রথের মেলায় যাচ্ছিলেন ২ তরুণী। এক অভিযোগকারিণীর দাবি, মেলায় যাওয়ার পথে তাঁদের পিছু নেয় ২ যুবক। উড়ে আসতে থাকে কটূক্তি, কুপ্রস্তাব। মেলার মাঠে পৌঁছে প্রতিবাদ করেন এক তরুণী। প্রতিবাদ করায় তাঁকে সজোরে চড় মারে এক যুবক। মাটিতে পড় যান ওই তরুণী। ঘটনা দেখে ছুটে আসেন আশেপাশের লোকজন। চলে আসে পুলিশও। ধরা পড়ে যায় অভিযুক্তরা।

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে ধৃত তপন অধিকারী বিএসএফ-এর ৪১ নম্বর ব্যাটালিয়নে কর্মরত। গ্রেফতার করা হয়েছে তাঁর সঙ্গী সুরজিৎ রায়কেও। ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ধর্ষণ, শ্লীলতাহানি, কটূক্তি থেকে শুরু করে চুরি, ছিনতাই, প্রতিবাদী খুন। বার বার শিরোনামে এসেছে উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরাধের ঊর্ধ্বমুখী গ্রাফকে নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, কেন বার বার ঘটছে এমন ঘটনা?

কী করছে পুলিশ?