পূর্ব মেদিনীপুর: দিঘা আরও জমজমাট। এবার দিঘায় ভাড়ায় মিলবে ই-বাইক। ইতিমধ্যেই এই পরিষেবা চালু হয়ে গিয়েছে।
বছরের যে কোনও সময় কয়েক দিনের ছুটি পেলেই সোজা দিঘা। দিঘাকে আরও আকর্ষণীয় করে তুলতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। যাতে পর্যটকদের সুবিধা হয়, আবার দূষণও রোখা যায়। সেই লক্ষ্যেই দিঘায় নতুন অতিথি ই-বাইক। পর্যটকরা চাইলেই এবার ই-বাইকে ঘোরাঘুরি করতে পারবেন।
চলবে ব্যাটারিতে। একবার চার্জ দিলে যাওয়া যাবে ষাট কিলোমিটার। মন্দারমণি, তাজপুর ও শঙ্করপুরে থাকবে ব্যাটারি বদলানোর ব্যবস্থা। জানা গিয়েছে, ই-বাইকের ভাড়া ঘণ্টায় ৬০ টাকা। সওয়ারিদের হেলমেট দেওয়া হচ্ছে।
দিঘার সৈকত এবং ঝাউবন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিয়োগ করা হচ্ছে ৮০ জন ঝাড়ুদার। আবার পার্কিংয়ের জন্যও কয়েকটি জায়গা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে।
নতুন বছরে নতুন ভাবে দিঘা। সমুদ্র ডাকছে। অপেক্ষায় ঝাউবন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
নতুন বছরে দিঘার নয়া আকর্ষণ ই-বাইক, মিলবে ভাড়ায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Dec 2017 09:01 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -