রাজা চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: ফের কেঁপে উঠল উত্তরবঙ্গ। সকাল ৭টা ৭ মিনিটে উত্তরবঙ্গের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়। কম্পনের উত্সস্থল শিলিগুড়ি। কম্পনের মাত্রা ৪.১।
কেঁপে উঠল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও। গতকাল রাতেও কেঁপে ওঠে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সকালের কম্পন আফটার শক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এর আগে, গতকাল রাত ৮টা ৪৯ নাগাদ মাঝারি মানের ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরবঙ্গ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উত্সস্থল ছিল নেপাল-সিকিম সীমান্ত।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। রাজ্যের অন্যত্র এবং অসম ও বিহারে কম্পন অনুভূত হয়েছে। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে কম্পন অনুভূত হয়।
কম্পনের খবর সামনে আসতেই মুখ্যমন্ত্রীকে ফোন করে গোটা ঘটনা নিয়ে খোঁজখবর নেন রাজ্যপাল জগদীপ খনখড়। তিনি নিজে পরে ট্যুইট করে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে শিলিগুড়িতে, তিনি ঠিক আছেন, আর ভূমিকম্পের আঁচ সেভাবে পড়েনি জেনে আশ্বস্ত হলাম। গ্যাংটক থেকে ২৫ কিমি দূরে এপিসেন্টার বলেও জানান তিনি।
কিছুদিন আগে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। গত ২০ মার্চ স্থানীয় সময় অনুযায়ী সন্ধে ৬.০৯ মিনিটে মিয়াগি প্রদেশে কম্পন অনুভূত হয় সেখানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২। ইশিনোমাকি শহর থেকে পূর্বদিকে ৩৪ কিলোমিটার দূরে ভূগর্ভের ৬০ কিলোমিটার গভীরে কম্পন হয়। এই কম্পনের জেরে জাপানের রাজধানী টোকিওর সব বাড়িঘরও কেঁপে উঠেছিল। জারি হয়েছিল সুনামি-সতর্কতা। তবে পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল।
গত মাসের শুরুর দিকে, জোরাল ভূমিকম্পে কেঁপেছিল নিউজিল্যান্ডে। সেবার কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.৩। শুক্রবার ভোরের দিকে নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে এই তীব্র কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পর জারি হয়েছিল সুনামি-সতর্কতা। প্রশান্ত মহাসাগরীয় সুনামি ওয়ার্নি সেন্টারের পক্ষ থেকে যে কথা জানানো হয়েছিল।
গত কয়েক মাসে উত্তর ভারত সহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে ঘন ঘন ভূকম্প হচ্ছে। গত বছরের শেষ থেকে চলতি বছরের শুরু পর্যন্ত একাধিকবার দিল্লি সহ উত্তর ভারতের একাধিক অঞ্চল বারবার ভূকম্পনের দাপটে পড়েছে। গত বছর ১৮ ডিসেম্বর ভূমিকম্পে কেঁপে উছেঠিল রাজধানী দিল্লি সহ আশেপাশের এলাকা। ফের ২৮ জানুয়ারি সকালে ভূমিকম্পের কবলে পড়েছিল এনসিআর এলাকা।