সমিত সেনগুপ্ত ও রুমা পাল, হাওড়া: দিনকয়েক আগেই অসমের পাথরকান্দিতে বিজেপি প্রার্থীর গাড়ি থেকে ইভিএম উদ্ধারে তোলপাড় পড়ে গিয়েছিল দেশজুড়ে! কয়েকদিনের মধ্যেই নজিরবিহীন এই ছবির সাক্ষী থাকল রাজ্য! তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হল ৩ সেট ইভিএম ও ভিভিপ্যাট! 


ঘটনাস্থল হাওড়ার উলুবেড়িয়া উত্তর বিধানসভা এলাকার গাঁতাইত পাড়া! ঘটনার পরপরই অভিযুক্ত সেক্টর অফিসারকে সাসপেন্ড করা হয়! খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা!উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ! অভিযুক্ত ভোট কর্মীর দাবি, রাতে থাকার জায়গা না পেয়ে তিনি সেখানে আসেন। সেটি যে আদতে তৃণমূল নেতার বাড়ি, তা তিনি জানতেন না। 


অভিযুক্ত ভোটকর্মী তপনকুমার সরকার বলেন, ‘‘যেখানে থাকার কথা সেখানে থাকতে পারিনি, সুপিরিয়র বলে গৌতম ঘোষের বাড়িতে থাকা যায়, তাই থাকতে আসি, আমি জানতাম না এটা তৃণমূল নেতার বাড়ি ৷’’


সম্পূর্ণ ভিন্ন কথা শোনা যায় তৃণমূল নেতার মুখে। উলুবেড়িয়া উত্তরের তৃণমল নেতা গৌতম ঘোষ জানান, ‘‘ডিস্ট্রিবিউশন সেন্টারের সামনে ৮ টার সময় বলে থাকব, রাতে ইভিএম সঙ্গে নিয়ে আসে, তখন আমি বলি থাকতে দেব না ৷’’


অন্যদিকে উলুবেড়িয়া উত্তরের বিজেপি প্রার্থী চিরন বেরা বলেন, ‘‘রাতের অন্ধকারে তৃণমূলপ্রার্থী নির্মল মাজি এসব লুকিয়ে রাখার চেষ্টা করেছিল ৷’’


এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হতেই কমিশনের তরফে অভিযুক্ত সেক্টর অফিসারকে সাসপেন্ড করার পাশাপাশি তাঁর ২ সহকারীকেও সরিয়ে দেওয়া হয়। ইতিমধ্যেই সংশ্লিষ্ট সেক্টর অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।  ওই ইভিএম ও ভিভিপ্যাট ভোটে ব্যবহার করা হবে না, জানানো হয়েছে কমিশনের তরফে। পাশাপাশি সেক্টর পুলিশ অফিসারকেও সুজিত চক্রবর্তী সাসপেন্ড করা হয়েছে। উদ্বেগ প্রকাশ করে ঘটনার খোঁজ নেন দিল্লির উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন।


আজ ছিল রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ। তিন জেলার একত্রিশ আসনে ভোটগ্রহণ হয়েছে। হাওড়ার ৭টি, হুগলির ৮টি ও দক্ষিণ ২৪ পরগনার ১৬টি। 
 
হাওড়ার ৭টি আসন হল - উলুবেড়িয়া উত্তর, উলুবেড়য়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগত্‍বল্লভপুর।  


হুগলির ৮টি আসন হল - জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল।


দক্ষিণ ২৪ পরগনাটি ১৬টি আসন হল - বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, পলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর।