সমীরণ পাল, হাবড়া: নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল হাবড়ার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। গতকাল প্রচারে বেরিয়ে আপেল বিলি করেন রাহুল সিনহা। তৃণমূলের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি। কমিশনে অভিযোগও জানিয়েছে তৃণমূল। যদিও বিধিভঙ্গের অভিযোগ মানতে নারাজ বিজেপি প্রার্থী।


ভোটের কয়েকদিন আগে, প্রচারে বেরিয়ে, আপেল বিলি করছেন বিজেপি প্রার্থী! তা ঘিরে শুরু রাজনৈতিক তরজা। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। রবিবার সকালে, নিজের নির্বাচনী এলাকায় ভোট প্রচারে বের হন, উত্তর ২৪ পরগনার হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। স্থানীয় শিশুদের আপেল বিলি করেন তিনি। আর তা ঘিরেই শুরু চাপানউতোর। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। কমিশনে অভিযোগ জানিয়েছে তাঁরা। হাবড়ার তৃণমূল নেতা নীলিমেশ দাস বলেন, ‘‘রাহুল প্রলোভন দেখিয়ে ঠিক কাজ করছেন না। এটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। মূল্যবোধ বলে কিছু মাত্র অবশিষ্ট নেই বিজেপির। সেকারণেই তারা এভাবে প্রলোভন দেখাচ্ছে । তবে এতে কোনো লাভ হবে না এগারো বারের জন্য তিনি হাবরা থেকে পরাজিত হবেন। তিনি আদানি আম্বানিদের পয়সায় এসব করছেন।’’


যদিও তৃণমূলের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি প্রার্থী। হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা বলেন, ‘‘৭ তারিখ মনোনয়ন  উইড্রো শেষ দিন।  তার আগে পর্যন্ত তিনি বৈধ প্রার্থী নয় সুতরাং তিনি যা করেছেন তার মধ্যে কোন অন্যায় নেই। প্রয়োজন হলে তিনি আবার এইরকম ভাবে ফল দিতে পারেন। নিয়মকানুন তৃণমূল কংগ্রেস কিছুই জানে না ওদের ভালো করে আগে নিয়ম-কানুন জানা উচিত।’’


২২ এপ্রিল হাবড়া বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ। এই কেন্দ্রে, বিজেপির রাহুল সিনহার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের স্ট্রং ক্যান্ডিডেট গত দুবারের বিধায়ক, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই কেন্দ্র থেকে লড়ছেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী রিজিনন্দন বিশ্বাস।


ইতিমধ্যেই রাজ্যে বেশ কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে উঠেছে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ।