কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: সরকারি বাসের সঙ্গে তেলের ট্যাঙ্কারের সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসিতে। এই সংঘর্ষের ফলে আঘাত পেতে হল এক বাইক আরোহী সহ মোট ৮ জনকে। এদিন সরকারি বাস ও তেলের ট্যাঙ্কারের সংঘর্ষের ফলে একটি বাইকেও ধাক্কা লাগে। সেই সময় বাইক যিনি চালাচ্ছিলেন, তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এরপরই আঘাত পান তিনি। বাসের চালকও এই ঘটনায় আঘাত পেয়েছিলেন।
আহতদের মধ্যে ৫ জনকে বর্ধমান মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি ২ নং জাতীয় সড়ক ধরে বর্ধমানের দিক থেকে দূর্গাপুরের দিকে যাচ্ছিল। সেই সময় গলসির গলিগ্রামের কাছে একটি তেলের ট্যাঙ্কার হঠাৎই গতি কমিয়ে বাঁদিকে বাঁক নিতে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তেলের ট্যাঙ্কারে ধাক্কা মারে।
পাশাপাশি ডান দিকে যাওয়া একটি ডাম্পারও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে গার্ড ওয়ালে ধাক্কা মারে। সেইসময় পাশ দিয়ে যাওয়া একটি বাইক দুর্ঘটনার মাঝে পড়ে যায়। ঘটনার জেরে বাসের ভিতরে আটকে পরে বাসের চালক। তড়িঘড়ি গলসি থানার পুলিশ চালককে উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ২ নং জাতীয় সড়কের বর্ধমান-দুর্গাপুর লেন। পরে গলসি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কিন্তু এই ধরনের দুর্ঘটনা এই প্রথম নয়। এর আগেও এমন পথ দুর্ঘটনার ছবি বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। এর আগে কিছুদিন আগে হুগলির দাদপুরে জাতীয় সড়কে দুর্ঘটনা হয়েছিল। সেই ঘটনায় আহত হয়েছিলেন ৪ জন পুলিশকর্মী। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পুলিশের গাড়িতে ডাম্পারের ধাক্কা লেগেছিল। দাঁড়িয়ে থাকা টহলদারি পুলিশের গাড়িতে ডাম্পারের ধাক্কা লাগে। পালাতে গিয়ে ডাম্পারের চালকও অন্য় গাড়ির ধাক্কায় আহত হন পরে।
এছাড়া মুর্শিদাবাদের খড়গ্রাম থানার ভালকুন্দতে পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ৪ জন। চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় দোকানে ডাম্পারের ধাক্কা লাগে। পরে যদিও ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ।