কমলকৃষ্ণ দে, বর্ধমান: একদিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন বর্ধমান পুর অঞ্চলের একাধিক এলাকা। বর্ধমান পুর এলাকার ৪ নং ওয়ার্ডের বাজেপ্রতাপপুরের মাঠপাড়া এলাকার একাংশ জলমগ্ন। শুধু বাজেপ্রতাপপুরই নয়, বর্ধমান শহরের বেশ কিছু এলাকাও ভারি বৃষ্টিতে জলমগ্ন। এদিন জলমগ্ন এলাকা পরিদর্শন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।
স্থানীয়দের দাবি, একদিকে ক্যানেলের জল তার সঙ্গে গত রাতে ভারী বৃষ্টির জেরেই জলমগ্ন এলাকা। স্থানীয় ওয়ার্ড কমিটির সম্পাদকের দাবি, একাধিকবার পুরসভা এবং জেলা পরিষদকে ক্যানেল সংস্কাররে আবেদন জানানো হয়েছে। কিন্তু সংস্কার না হওয়ার জেরেই নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। একটু বৃষ্টি হলেই বিস্তৃন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে।
কয়েকদিন আগেই ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে। এমনিতেই ক্যানেল জলে টয়টম্বুর ছিল। তার উপর গতকাল রাতে কয়েক ঘণ্টা ভারী বৃষ্টিপাত হয় বর্ধমান শহর এলাকায়। ফলে বাজেপ্রতাপপুর মাঠ পাড়া এলাকা জলমগ্ন হয়ে পড়ে। পাশাপাশি ভারী বৃষ্টিতে শহরের বেশ কিছু নীচু এলাকাও জলমগ্ন হয়ে পড়ে। বাড়ির ভিতরে জল ঢোকায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।
ঘরে জল ঢুকে যাওয়ায় ইতিমধ্যেই বেশ কিছু মানুষকে স্থানীয় স্কুলে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এ প্রসঙ্গে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জানিয়েছেন, বিডিও-র সাথে কথা হয়েছে খুব তাড়াতাড়ি সাব জোলার সংস্কার করা হবে।
এদিক রাজ্যে ফের নিম্নচাপের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে আগামীকাল তৈরি হতে পারে নিম্নচাপ। সেই কারণে আজ থেকেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী দু’দিন উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কয়েকটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।
এদিকে কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের সিটি সেন্টার কবিগুরু, প্রান্তিকা এলাকা। কবিগুরু এলাকার সবজি ব্যবসায়ীদের চরম সমস্যার মধ্যে পড়েছেন। কবিগুরু এলাকার রাস্তার ধারে সবজির বাজার জলমগ্ন হয়ে যায়। ওই এলাকার রাস্তায় যানবাহন চলাচলে সমস্যা দেখা দেয়। মঙ্গলবার সকাল থেকেই এভাবে জলমগ্ন হওয়ায় চরম দুর্ভোগের মুখে নিত্যযাত্রী থেকে ব্যবসায়ীরা এবং ক্রেতারা। নিকাশি নালা বেহালের জন্যই এলাকা জলমগ্ন হয়ে যাচ্ছে বলে অভিযোগ সবজি ব্যবসায়ীদের।