রাণা দাস, কাটোয়া: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্র খুলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে পালানোর অভিযোগ উঠল এক এজেন্টের বিরুদ্ধে। 


এজেন্টকে না পেয়ে এদিন টাকা ফেরতের দাবিতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন প্রতারিতরা।  বিক্ষোভে সামিল হন কয়েক'শ স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সহ সাধারণ গ্রাহক। টাকা ফেরতের ব্যবস্থার আশ্বাসে, ২ ঘণ্টা পর ওঠে ঘেরাও। 


কাটোয়ার থানার অগ্রদ্বীপ স্টেশন রোডের ঘটনা। তদন্ত শুরু করেছে পুলিশ। ওই এজেন্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ। 


কাটোয়া-কালনা রাজ্য সড়কের গড়াগাছা বাসস্ট্যান্ডে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্র খুলেছিলেন সুখেন মাঝি নামে এক স্থানীয় যুবক। 


গাজীপুর পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামের ২৮২টি স্বনির্ভর গোষ্ঠীর কয়েক'শ মহিলা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের টাকা অভিযুক্ত সুখেন মাঝির গ্রাহক পরিষেবা কেন্দ্রে জমা দিতেন। 


অভিযোগ, বেশ কয়েকমাস ধরে সুখেন মাঝিকে পাশবুক আপডেট করে দিতে বললে, তিনি নানা অজুহাতে পাশবুক আপডেট করে দিতেন না। 


গত ৬ জুলাই থেকে অভিযুক্ত সুখেন মাঝি তাঁর গ্রাহক পরিষেবা কেন্দ্র বন্ধ করে পালিয়ে যায়। গ্রাহকরা জানান, কাটোয়া-কালনা রোডের ওই পরিষেবা কেন্দ্রে তাঁরা কিস্তি, ঋণের টাকা জমা করেছেন। 


এদিকে, অনেকের ঋণের টাকা পরিশোধ হয়ে গেলেও ব্যাঙ্কের ম্যানেজার মাণিক পাল ঋণ গ্রহীতাদের টাকা ফেরতের জন্য ফোনে চাপ দিতেন। ঋণ শোধ হওয়ার পরও ব্যাংকের ফোন পেয়ে, প্রতারণা সামনে আসে।


আজ কয়েকশ মহিলা অগ্রদ্বীপ স্টেশন রোডে ব্যাঙ্কে এসে টাকা ফেরতের দাবিতে ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। 


ঘণ্টা দুয়েক পর ব্যাঙ্ক ম্যানেজার সমস্যা সমাধানের অশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয়। ব্যাঙ্ক ম্যানেজার জানান, সুখেন মাঝির নামে কাটোয়া থানায় প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। 


যেসব গ্রাহক অভিযুক্তের গ্রাহক পরিষেবা কেন্দ্রে টাকা জমা দিয়েছে তাদের টাকা ফেরতের ব্যবস্থা করা হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে প্রতারক এজেন্টের।