ঝিলম করঞ্জাই, কলকাতা: রাজ্যে আরও ৬ সরকারি মেডিক্যাল কলেজ গঠন করা হবে। রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর সূত্রে খবর, হুগলির আরামবাগ, পূর্ব মেদিনীপুরের তমলুকে মেডিক্যাল কলেজ তৈরি করা হবে। আরামবাগে হবে প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ। তমলুকে হবে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। নতুন সরকারি মেডিক্যাল কলেজ হবে উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামে। হাওড়ার উলুবেড়িয়া ও জলপাইগুড়িতে হবে নতুন মেডিক্যাল কলেজ। উলুবেড়িয়ায় হবে শরত্চন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
সূত্রের খবর, দিনকয়েকের মধ্যেই শুরু হবে ৬ মেডিক্যাল তৈরির কাজ। কেন্দ্রীয় সরকারের প্রকল্প জেলায় জেলায় হাসপাতালের আওতায় এই কলেজ তৈরি হবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, প্রত্যেক মেডিক্যাল কলেজে ১০০ থেকে ১৫০ আসন সংখ্যা থাকবে। আগামী বছর থেকে ক্লাস শুরু করার লক্ষ্যমাত্রা রাজ্যের। চিকিৎসদের বক্তব্য পরিকাঠামো ৬ মেডিক্যাল কলেজেই ঠিকঠিক পরিকাঠামো রাখা হোক।
করোনা আবহে ভিড় বাড়ছে হাসপাতালে। এখনও কাটেনি ত্রাস। এই পরিস্থিতিতে নতুন মেডিক্যাল কলেজ তৈরিতে আশাবাদী চিকিৎসক মহল। চিকিৎসক পরিষেবায় গতি আনতে এই উদ্যোগ রাজ্যের। এই মেডিক্যাল কলেজের নামকরণেও রয়েছে বিশেষত্ব। রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন। তাঁর স্মরণে মেডিক্যাল কলজের নামকরণ হচ্ছে আরামবাগে। ঐতিহাসিক তাম্রলিপ্তের নামে মেডিক্যাল হচ্ছে তমলুকে। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মরণে উলুবেড়িয়ায় মেডিক্যাল কলেজ হচ্ছে।
এদিকে মেডিক্যাল ও ডেন্টাল স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের জন্য বর্তমান শিক্ষাবর্ষে সর্বভারতীয় কোটার ক্ষেত্রে অন্যান্য অনগ্রসর (ওবিসি) –দের জন্য ২৭ শতাংশ ও আর্থিকভাবে দুর্বল অংশ (ইডব্লুএস)-এর জন্য ১০ শতাংশ সংরক্ষণের কথা জানাল। এমবিবিএস, এমডি, ডিপ্লোমা, বিডিএস ও এমডিএসের মতো কোর্সগুলির ক্ষেত্রে এই সংরক্ষণের কথা জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মনসুখ মান্ডবিয়া ট্যুইট করে জানিয়েছেন, "এর ফলে প্রায় ৫,৫৫০ জন পড়ুয়া উপকৃত হবেন। অনগ্রসর ও আর্থিকভাবে দুর্বল অংশের প্রাপ্য সংরক্ষণ দিতে সরকার দায়বদ্ধ।"