ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: করোনার সংক্রমণ সামান্য নিয়ন্ত্রণে আসতেই দিঘা, মন্দারমণি, শঙ্করপুরে ফের ভিড় বাড়ছে পর্যটকদের। কিন্তু, অধিকাংশ পর্যটকই অসচেতন ও উদাসীন। 


এই অবস্থায় নতুন বিধিনিষেধ জারি করল পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা প্রশাসন। বলা হয়েছে, এবার থেকে হোটেলে রুম ভাড়া নিতে হলে থাকতে হবে কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট। অথবা নিতে হবে ভ্যাকসিনের দুটি ডোজ। তবেই মিলবে রুম নইলে নয়।


দেশে এখনও কমেনি করোনার ভয়াবহতা। দৈনিক সংক্রমণ এখনও ৪০ হাজারের কাছে। অব্যাহত মৃত্যুমিছিলও। তবে এক শ্রেণির মানুষের মধ্যে যে সচেতনতার লেশ মাত্র নেই, তার জ্বলজ্যান্ত প্রমাণ দিঘা, মন্দারমণি, শঙ্করপুরের মতো পর্যটন কেন্দ্রগুলি। 


সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই করোনাবিধি উড়িয়ে সমুদ্র সৈকতে দেদার ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে অধিকাংশ পর্যটকদের। 


করোনাবিধি নিয়ে কলকাতায় কড়াকড়ির এই ছবি ধরা পড়লেও, রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘায় ধরা পড়েছে উইকএন্ডের পুরনো চেনা ছবি। পর্যটকদের আনাগোনায় রীতিমতো গমগম করছে দিঘা। 


কোভিড বিধি অমান্য করেই সৈকতে ঘুরছেন পর্যটকদের বড় অংশ। অধিকাংশ পর্যটকেরই নেই মাস্ক। কার্যত গা ঘেঁষাঘেঁষি করে চলছে সমুদ্রস্নান। 


এই অবস্থায় সচেতনতায় জোর দিল পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা প্রশাসন। পর্যটকদের হোটেলে থাকার জন্য জারি করা হয়েছে ।


হোটেল মালিকদের চিঠি দিয়ে জানানো হয়েছে, কোনও পর্যটককে রুম ভাড়া দেওয়ার আগে তাঁর কোভিড টেস্ট নেগেটিভ কিনা দেখতে হবে। অথবা, কারও ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলে, তাঁকে রুম ভাড়া দেওয়া যাবে।


দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, নতুন নির্দেশিকা এসেছে, সেই অনুযায়ী রুম ভাড়া দেওয়া হবে। 


দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে সমুদ্র সৈকতগুলিতে স্যানিটাইজেশন শুরু হয়েছে।  দিঘা উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান তরুণকুমার জানা জানান, মালিকদের সঙ্গে বৈঠকে বসা হবে। 


নতুন বিধির কথা সমস্ত হোটেল মালিককে পাঠানো হয়েছে। ব্লক প্রশাসন ও থানাকেও জানানো হয়েছে। যাতে কঠোরভাবে এই নিয়ম পালন হয়।