ঋত্বিক প্রধান, কাঁথি: ওড়িশা থেকে এরাজ্যে এসে বাইক চুরি এবং পাচারের অভিযোগ উঠল বেশ কয়েকজন পাচারকারীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর থেকে ১০টি বাইক উদ্ধার হয়েছে। কাঁথি থানার পুলিশ জানিয়েছে, ধৃতরা ওড়িশার বালেশ্বরের বাসিন্দা। তাঁদের নাম শেখ কামাল উদ্দিন ও বাপন দাস। আজ তাঁদের কাঁথি মহকুমা আদালতে তোলা হবে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান বাইক চুরি এবং পাচারের সঙ্গে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু চক্র জড়িত রয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। গ্রেফতার দুইজন আন্তঃরাজ্য প্রচার চক্রের যুক্ত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
কাঁথি থানা সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে কাঁথি শহর ও শহরতলির বিভিন্ন এলাকা থেকে একাধিক বাইক চুরির খবর পাওয়া যাচ্ছিল। বাইক চুরি যুবকদের ধরতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল কাঁথি থানার পুলিশের। কাঁথি সাতমাইল সারিয়া এলাকায় একটি মোটর বাইক গ্যারেজে চোরাই বাইকের নম্বর প্লেট চেঞ্জ করছিল ভিন রাজ্যের বেশ কয়েকজন যুবক। পাশাপাশি চুরি চক্রের সঙ্গে যুক্ত ছিল গ্যারেজের মালিকও। গোপন সূত্রে খবর পেয়ে কাঁথি থানার পুলিশ সাতমাইলে সারিয়া এলাকায় বাইকের গ্যারেজে হানা দেয়। ঘটনা বেগতিক বুঝে গ্যারেজ ছেড়ে চম্পট দেয় মালিক সজল কামিলা বলে পুলিশের দাবি। গ্যারেজ থেকে চুরি যাওয়া তিনটি বাইক উদ্ধার করে এবং চুরির ঘটনার সঙ্গে যুক্ত ভিন রাজ্যে দুই পাচারকারী যুবককে গ্রেফতার করে।
কাঁথি থানার এক পুলিশ আধিকারিক বলেন “চুরি চক্রের তদন্তে নেমে গোপন সূত্রে খবর পেয়ে মোটর সাইকেল গ্যারেজ হানা দেওয়া হয়। গ্যারেজ থেকে চুরি হয়ে যাওয়া তিনটি বাইক উদ্ধার করা হয়েছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ভিন রাজ্যে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জেলায় বেশ কয়েকজন চক্র জড়িত রয়েছে বলে অনুমান করা হচ্ছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বাকী অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। যদিও তদন্তের কারণে বেশি কিছু জানাতে রাজি হননি তিনি।’’