নয়াদিল্লি: চলতি নির্বাচনে দেশের সবকটি জাতীয় এবং ভোটমুখী পাঁচ রাজ্যের নিজ নিজ প্রধান রাজনৈতিক দলগুলিকে বরাদ্দ করা দূরদর্শন ও আকাশবাণীর সম্প্রচার সময় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশনের। 


এদিন কমিশনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই মর্মে। সেখানে বলা হয়েছে, দেশে চলতি কোভিড-১৯ অতিমারীর ফলে, সংস্পর্শহীন প্রচারের ওপর জোর দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসার ভারতীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। 


সেই অনুযায়ী,  রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ও রেডিও চ্যানেল যথাক্রমে দূরদর্শন ও আকাশবাণীতে রাজনৈতিক দলগুলির সম্প্রচার সময় বর্তমান বরাদ্দের তুলনায় দ্বিগুণ করা হবে। 


এই বিশেষ সুবিধা দেশের সবকটি জাতীয় রাজনৈতিক দলের পাশাপাশি, ৫ ভোটমুখী রাজ্যের নিজ নিজ প্রধান রাজনৈতিক দলগুলি পাবে। 


প্রসঙ্গত, পাঁচ রাজ্যে বিধানসভা ভোট আসন্ন। এই রাজ্যগুলি হল পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল পুদুচেরি। 


এখানে বলে দেওয়া প্রয়োজন, গত ২৬ তারিখ পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 


পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট শুরু হচ্ছে ২৭ মার্চ। শেষ হবে ২৯ এপ্রিল। এক মাস ধরে ভোট হবে মোট ৮ দফায়। ফল ঘোষণা হবে ২ মে। 


বাংলার বিধানসভায় মোট আসন ২৯৪। তার মধ্যে, ২৭ মার্চ প্রথম দফায় ৩০টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। এর মধ্যে ২৩টি আসনই রয়েছে জঙ্গলমহলে। 


১ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট দেবেন ৩০টি বিধানসভা আসনের ভোটাররা। 


তৃতীয় দফায় ৩১টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে ৬ এপ্রিল। চতুর্থ দফার ৪৪টি বিধানসভা আসনে ভোট হবে ১০ এপ্রিল।


১৭ এপ্রিল পঞ্চম দফায় ভোট হবে ৪৫টি বিধানসভা কেন্দ্রে। ২২ এপ্রিল ষষ্ঠ দফায় ভোট দেবেন ৪৩টি বিধানসভা কেন্দ্রের ভোটাররা।


সপ্তম দফায় ৩৬টি বিধানসভা আসনে ভোট হবে ২৬ এপ্রিল। এবং শেষ তথা অষ্টম দফায় ৩৫টি আসনে ভোট হবে ২৯ এপ্রিল।