কলকাতা: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে আজই মামলা রুজু করতে চলেছে ইডি। দিল্লির সদর দফতর থেকে গতকালই মিলেছে সবুজ সঙ্কেত। ইডি সূত্রে খবর, ইসিআইআর রুজু করে দেবাঞ্জন দেবকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। পাশাপাশি, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে কেউ জামিনের আবেদন করেছেন কিনা, খতিয়ে দেখা হবে তাও। সূত্রের খবর, এর পাশাপাশি, কলকাতায় রেমডেসিভির ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে কালোবাজারির ক্ষেত্রেও আজই ইসিআইআর করতে চলেছে ইডি। 


ভুয়ো ভ্যাকসিনকাণ্ড নিয়ে চলতি সপ্তাহে ভার্চুয়াল বৈঠক করে ইডি। ইডি সূত্রে খবর, প্রাথমিক অনুসন্ধানের পর তাদের সন্দেহ, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। প্রভাবশালী-যোগের সম্ভাবনা রয়েছে বলেও ইডি-র অনুমান। চলতি সপ্তাহে  ইডি সূত্রে জানা যায়, কলকাতা পুলিশের রুজু করা চারটি মামলার তথ্য তারা হাতে পেয়েছে। সেইসব তথ্য ইতিমধ্যে দিল্লি অফিসে পাঠানো হয়েছে বলে ইডি সূত্রে খবর।


কসবা ও আমহার্স্টস্ট্রিট সিটি কলেজে, দেবাঞ্জন দেবের ভুয়ো ক্যাম্পে নকল করোনা ভ্যাকসিন নিয়ে বিপাকে পড়েছেন ২ হাজারেরও বেশি গ্রাহক। বাগড়ি মার্কেটের যে দোকান থেকে নকল ভ্যাকসিন কেনা হয়েছিল, বুধবার সেই দোকান মালিকের গোপন জবানবন্দি নেওয়া হয়। কসবায়, ভ্যাকসিন কেনার নামে, যে সংস্থার থেকে টাকা নেওয়া হয়, জবানবন্দি নেওয়া হয় সেই সংস্থার মালিকেরও। উল্লেখ্য, শুধু দক্ষিণবঙ্গ নয়। উত্তরবঙ্গেও প্রতারণার জাল ছড়িয়েছিলেন দেবাঞ্জন? চা বাগানের সমস্যা নিয়ে পর্ষদ গড়ার আশ্বাস দিয়ে এক ব্যক্তির থেকে ৩ লক্ষ টাকা নেন বলে অভিযোগ। ভুয়ো ভ্যাকসিনকাণ্ড প্রকাশ্যে আসতেই, মুখ খুলেছেন শিলিগুড়ির এক বাসিন্দা।


পুলিশের আবেদনের ভিত্তিতে, নকল ভ্যাকসিকাণ্ডে জড়িত দু’জনের গোপন জবানবন্দি নেওয়া হয়। বুধবার ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের পুলিশ হেফাজত শেষ হয়। আদালতে দেবাঞ্জনের আইনজীবী বলেন, ভুয়ো ক্যাম্প থেকে ভ্যাকসিন নিয়ে কেউ অসুস্থ হয়নি। জামিনের আর্জি জানান তিনি। আদালতে জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী। দুপক্ষের সওয়াল জবাবের পর ভুয়ো আইএএস  দেবাঞ্জনকে ২০ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত।