জলপাইগুড়ি: জমি বন্ধক রেখে বিয়ে দিয়েছিলেন দুই বোনের। কিন্তু, বহু চেষ্টা করেও টাকার অভাবে বন্ধকী জমি ছাড়াতে পারেননি। সেই অবসাদেই দাদার আত্মহত্যার অভিযোগ! বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ!
মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে, জলপাইগুড়ির ময়নাগুড়ির ভাঙামালি গ্রামে। মৃতের নাম বিশ্বম্ভর রায়। ছিলেন, সামান্য দিনমজুর। বহুদিন হল, মারা গিয়েছেন মা-বাবা। দুই বোন বিয়ের যোগ্য হতেই পাত্র দেখতে শুরু করেন দাদা বিশ্বম্ভর।
কিন্তু, বাধা হয়ে দাঁড়ায় অর্থ। বাধ্য হয়ে পৈত্রিক ৫ বিঘা জমি, মাত্র আড়াই লক্ষ টাকার বিনিময়ে বন্ধক রাখেন বিশ্বম্ভর।
মৃতের পরিবার সূত্রে খবর, বন্ধকি জমি ছাড়াতে টাকার সংস্থান করতে মাসখানেক আগে মুম্বই যান বিশ্বম্ভর। কিন্তু, সেখানেও কাজ জোটেনি। তারওপর জ্বরে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি থাকেন। শেষপর্যন্ত হতাশ হয়ে, পুজোর আগে বাড়ি ফিরে আসেন বিশ্বম্ভর।
মৃতের কাকা বিমান রায় বলেন, আমায় মুম্বই যাওয়ার আগে বলেছিল, টাকা জোগাড় করে আনবে। জমিটা ছাড়িয়ে নেবে। কিন্তু, হয়নি। অবসাদে ভুগছিল। পরিবারের দাবি, ঋণের দায়েই আত্মঘাতী হয়েছেন বিশ্বম্ভর।
অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছে, খতিয়ে দেখা হচ্ছে সব দিক।
জমি বন্ধক রেখে দুই বোনকে বিয়ে, ছাড়ানোর টাকা জোগাড় করতে না পেরে ‘আত্মঘাতী’ দাদা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Oct 2017 07:50 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -