গুয়াহাটি: ৭ মার্চ ভোটের দিন ঘোষণা কমিশনের? জল্পনা বাড়িয়ে অসমের সভা থেকে ইঙ্গিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি বলেন, ‘৭ মার্চ ভোটের দিন ঘোষণা হলে বারবার আসব অসম-বাংলায়’, অসমের জনসভায় বললেন প্রধানমন্ত্রী।
ময়দানে জমে উঠেছে নীলবাড়ি দখলের লড়াই! কিন্তু এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। সেই পরিস্থিতিতে সোমবার অসমের ধেমাজিতে ভোটের নির্ঘণ্ট নিয়ে জল্পনা বাড়ালেন খোদ প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এদিন বলেন আমরা যতটা মনে পড়তে আগের বার নির্বাচন ঘোষণা হয়েছিল সেটা সম্ভবত ৪ মার্চ ছিল। এ বারও আমি যে সম্ভাবনা দেখছি তাতে মার্চের প্রথম সপ্তহে যে কোনও দিন নির্বাচন ঘোষণা হয়ে যাবে। ওটা নির্বাচন কমিশনের কাজ। কিন্তু আমার চেষ্টা থাকবে নির্বাচন ঘোষণার আগে যতবার অসম আসতে পারি, পশ্চিমবঙ্গে যেতে পারি, আমি ধরছি ৭ মার্চ নির্বাচন ঘোষণা হবে। তার আগে যতটা সময় পাওয়া যাবে, আমি আপনাদের কাছে আসার চেষ্টা চালিয়ে যাব।
এদিকে শুক্রবারের বদলে বৃহস্পতিবারই ফের রাজ্যে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। বৈঠক করবেন সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে।এর আগে জানুয়ারিতে দু’দফায় বঙ্গে এসেছিলেন সুদীপ জৈন। কমিশন সূত্রে খবর, সেবার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। কারও কর্তব্যে গাফিলতি থাকলে, সাসপেন্ড করার হুঁশিয়ারিও দেন।
নির্বাচন কমিশন সূত্রে খবর, রবিবারই জেলা নির্বাচন অফিসারদের কাছে ই-মেল পাঠানো হয়েছে কমিশনের তরফে। জেলাভিত্তিক নির্বাচনের প্রস্তুতি সোমবারের মধ্যে বিস্তারিত ভাবে দিল্লিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবারই রাজ্যে এসেছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুরু করেছে রুটমার্চ। ২৫ ফেব্রুয়ারির মধ্যে মোট ১২৫ কোম্পানি বাহিনী আসবে রাজ্যে। এই বাহিনীকে কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, তা নিয়ে উপ নির্বাচন কমিশনার দিক নির্দেশ দিতে পারেন বলে কমিশন সূত্রে খবর।