অনির্বাণ বিশ্বাস, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মানহানির মামলায় সমনের প্রেক্ষিতে আজ বিধাননগরে বিশেষ আদালতে হাজিরা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আইনজীবী ব্রিজেশ ঝা।
অভিষেকের মানহানির মামলার সমনে অমিত শাহর ঠিকানা ‘ভুল’। মামলা ফেরাল বিধাননগরের এমপিএমএলএ আদালত। পাঠিয়ে দেওয়া হল ব্যাঙ্কশাল মেট্রোপলিটন আদালতে। এমনটাই জানিয়েছেন অমিত শাহর আইনজীবীর।
দু’দিন আগে বিধাননগরের সাংসদ ও বিধায়কদের বিশেষ আদালত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা তাঁর প্রতিনিধিকে হাজির হওয়ার জন্য সমন পাঠিয়েছিল। সেখানে অমিত শাহ কিংবা তাঁর প্রতিনিধিকে হাজিরার নির্দেশ দিয়েছিল এমপি-এমএলএ কোর্ট।
২০১৮ সালের ১১ অগাস্ট মেয়ো রোডে বিজেপির সমাবেশ থেকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন অমিত শাহ। বলেছিলেন, মমতা চিরকাল ইউপিএ-র সঙ্গেই। ১ লক্ষ ৩২ হাজার কোটি টাকা দিয়েছিল ইউপিএ। মোদি সরকার দিয়েছে ৩ লক্ষ ৫৯ হাজার কোটি টাকা। বাংলার মানুষ উন্নয়নের টাকা পাননি। ৩ লক্ষ ৫৯ হাজার কোটি টাকা কোথায় গেল? এক ভাইপো আর সিন্ডিকেটের পেটে গেল?
এরপর অমিত শাহর বিরুদ্ধে মানহানির মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রেক্ষিতেই সোমবার সকাল দশটায় অমিত শাহ কিংবা তাঁর প্রতিনিধিকে হাজিরার নির্দেশ দিয়েছে এমপি-এমএলএ কোর্ট।
বিধানসভা ভোটের আগে, এখন বিজেপি নেতাদের প্রত্যেকেই ভাইপো ইস্যুতে সরব হচ্ছেন। এনিয়ে সম্প্রতি সুর চড়িয়েছেন অভিষেকও। বলেছেন, নাম ধরে আক্রমণ করলে আইনি ব্যবস্থা নিয়েছি। তাই এখন আর কেউ নাম নিচ্ছে না।